কলকাতা: তীব্র গরমে নাজেহাল বাংলা (West Bengal)। ৫ জেলায় বহাল চরম তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা। সপ্তাহান্তে আবহাওয়া বদলের পূর্বাভাস। রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।
গরমে নাজেহাল বাংলা: তাপপ্রবাহ অব্যাহত। তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। স্বস্তি মিলবে না এখনই। পূর্বাভাসে আলিপুর আবওহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। অসহ্য গরম থেকে অবশেষে মুক্তির ইঙ্গিত। সপ্তাহের শেষে বদলে যেতে পারে আবহাওয়া। সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের।
কোন জেলায় কত তাপমাত্রা?
শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। কলকাতার পাশাপাশি, তীব্র তাপে পুড়ছে জেলাও।
- বৃহস্পতিবার কলকাতার আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস।
- দমদমে ৪১. ৭,
- সল্টলেকে ৪১.৫
- বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৩,
- পানাগড় ৪৩.৯,
- বীরভূমের শ্রীনিকেতেন ৪৩.৬,
- আসানসোল ৪২.৯,
- কলাইকুণ্ডা ৪২.৬,
- ঝাড়গ্রাম ৪২.৫,
- বর্ধমান ৪২.৫,
- পুরুলিয়া ৪২.৩,
- মালদা ৪২.১,
- মেদিনীপুর ৪২ ডিগ্রি সেলসিয়াস
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
20-Apr | 29.0 | 40.0 | Heat Wave | |
21-Apr | 29.0 | 40.0 | Heat Wave | |
22-Apr | 29.0 | 39.0 | Mainly Clear sky | |
23-Apr | 29.0 | 39.0 | Partly cloudy sky | |
24-Apr | 28.0 | 39.0 | Partly cloudy sky |
হাওয়া বদলের পূর্বাভাস: পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহান্তে রাজ্যে পরিস্থিতির বদল ঘটবে। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। বৃষ্টি কম হলেও সব জায়গাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে বজায় থাকবে অস্বস্তি। দক্ষিণবঙ্গ যখন একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো কাতর হয়ে উঠেছে, তখন শীতলতার খোঁজে ভিড় বাড়ছে পাহাড়ে। অন্যদিকে, বরফে ঢেকেছে হিমাচল প্রদেশের লাহুল স্পিতি। এরই মধ্যে জেলায় জেলায় দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রাম-পানীয় জলের দাবিতে রাস্তায় হাঁড়ি কলসি রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পানীয় জলের দাবিতে বীরভূমের রামপুরহাট পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
আরও পড়ুন: North 24 Parganas Weather: তীব্র দহন উত্তর ২৪ পরগনায়, সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস