পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ মঙ্গলবার কড়া রোদে পুড়বে পূর্ব মেদিনীপুর। এদিনও জেলায় তাপপ্রবাহ থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। আপাতত তাপমাত্রা আর না বাড়লেও পারদ কমার পূর্বাভাস নেই। আপাতত প্রবল গরম থাকবে এই জেলায়। সকাল থেকেই কড়া রোদ উঠবে। বেলা যত গড়াবে রোদের তাপও তত বাড়বে। এ দিন রাতেও প্রবল গরম থাকবে। আকাশে মেঘ থাকবে না। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১২ এর আশেপাশে থাকছে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ১৭-১৮ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৩-৩৪ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।


আগামীকাল কেমন আবহাওয়া:
বুধবার আকাশ পরিষ্কার থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। প্রবল তাপও থাকবে। রোদে নাজেহাল হতে হবে বেলা বাড়লে। পাল্লা দিয়ে বাড়বে গরম। আর্দ্রতাও কম হবে। জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। জেলার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত। রাতের আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন সকালের তাপমাত্রা থাকতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন জেলায় হাওয়ার গড় গতিবেগ ৬-৭ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ২০-২১ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। এদিন জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  সকালে Real Feel প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-১২-এর আশেপাশে থাকবে।


আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ৭ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা ৯ মিনিটে।


পশ্চিম মেদিনীপুর:
মঙ্গলবার জেলায় প্রবল গরম থাকবে। পরিষ্কার আকাশ থাকবে। বিকেলের দিকে অল্পবিস্তর মেঘ থাকতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে জেলায়। দক্ষিণবঙ্গ জুড়েই একই পরিস্থিতি থাকতে পারে। পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন রাতের আকাশ আংশিক মেঘলা হতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম অনুভূত হবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৮-১৯ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ২৮ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৫৪ শতাংশের কাছাকাছি থাকবে।


বুধবার রোদ ঝলমলে আকাশ থাকবে। প্রবল গরম থাকবে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কড়া রোদের কারণে গরম লাগবে। যত বেলা বাড়বে পাল্লা দিয়ে গরম বাড়বে। রাতের আকাশে মেঘ দেখা যাবে না। এ দিন বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। সকালের তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৩ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫২ শতাংশ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ২৬ হাজার চাকরি-বাতিলের নির্দেশ বহাল! নিয়োগ-মামলা নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?