কলকাতা: বর্ষার অপেক্ষায় বঙ্গবাসী (Weather Update)। এরইমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। রাজ্যের আরেক প্রান্তে আবার প্রবল দাবদাহের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
শুক্রবারের আবহাওয়া
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। প্রবল দাবদাহের সতর্কতা জারি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
শনিবারের আবহাওয়া
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার গরমে পুড়তে পারে একাধিক জেলা। যার মধ্য়ে মূলত রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
রবিবারের আবহাওয়া
সপ্তাহান্তে রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে প্রবল গরমের আশঙ্কা রয়েছে রবিবার। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার মুখ ছিল ভার। বিকেলের পর বৃষ্টি হয়। সঙ্গে প্রবল ঝড়। শুধু কলকাতাই নয় রাজ্যের একাধিক জায়গায় এদিন ঝড় বৃষ্টি হয়। এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে সোনারপুরের একাংশ। এদিকে নারায়ণপুরে বাজ পড়ে মৃত দুই, আহত তিন। নারায়ণপুর থানা এলাকার পূর্ব বেড়াবেড়িতে বাজ পড়ে মৃত এক নাবালক সহ দুই। আহত তিনজনকে ভর্তি করা হয়েছে আরজি কর হাসপাতালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WBJEE Result: খুঁটিয়ে পড়তে পাঠ্য বই, সঙ্গে হাতিয়ার কঠোর পরিশ্রম, টিপস দিলেন জয়েন্টের কৃতীরা