CMF Phone 1: নাথিং সংস্থা ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে, একথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কেউ বলছিলেন হয়তো নাথিং ফোন ৩ লঞ্চ হবে। কেউ বা বলছিলেন নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের নতুন ফোন সিএমএফ ফোন ১ লঞ্চ করবে। অবশেষে জল্পনার অবসান ঘটালো নাথিং সংস্থা। নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন এবার লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১। তবে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ- এর প্রথম ফোন কবে লঞ্চ হবে তার নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। কিন্তু খুব যে বেশি দেরি নেই তার আভাস পাওয়া গিয়েছে। অন্যদিকে কার্ল পেয়ি এও জানিয়েছেন যে ২০২৫ সালের আগে নাথিং ফোন ৩ লঞ্চের কোনও সম্ভাবনা নেই। এটি নাথিং ফোন ২- এর সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে।
সিএমএফ ফোন ১ সম্পর্কে কী কী তথ্য ফাঁস হয়েছে এখনও পর্যন্ত, জেনে নেওয়া যাক
নাথিং সংস্থার ফোনগুলির মতো সিএমএফ ফোনেও থাকতে চলেছে ইউনিক ডিজাইন। তবে কেমন হবে সিএমএফ ফোন ১- এর ডিজাইন তার আভাস পাওয়া যায়নি। একটি টিজার ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু সেখান থেকে বিশেষ কিছুই বোঝা যাচ্ছে না। ম্যাট ফিনিশে এই ফোন লঞ্চ হতে পারে। কালো এবং কমলা রঙে লঞ্চ হতে পারে সিএমএফ ফোন ১।
নাথিং ফোনগুলির মতো সিএমএফ- এর প্রথম ফোনের ব্যাক প্যানেলেও থাকতে পারে চাকার মতো একটি অংশ। তবে কী জন্য এই ফিচার থাকতে পারে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে আবার অনুমান করা হচ্ছে সিএমএফ ফোন ১ একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ হতে পারে। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ ১ ফোনের দাম ভারতে ২০ হাজার টাকার কম হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি।
ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। এই ফোনের ডিজাইনে রয়েছে লাল, হলুদ এবং নীল রঙের ছোঁয়া। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। নতুন ডিজাইন ছাড়া আর বিশেষ কিছু পরিবর্তন হয়নি নাথিং সংস্থার এই ফোনে।
আরও পড়ুন- দাম কমেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের, অফার চালু সীমিত সময়ের জন্য
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।