কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE Result) ফল। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন দশ জন। যার মধ্যে ৪ জন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ৪ জন CBSE এবং ৪ জন ISC বোর্ডের পড়ুয়া।


কীভাবে প্রস্তুতি?


মেডিক্যালে এখন অভিন্ন প্রবেশিকা। রাজ্যের কলেজ-বশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মেসিতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। নজরকাড়া সাফল্য পড়ুয়াদের। সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা ছাড়াও জোরকদমে প্রবেশিকার জন্য চলেছে প্রস্তুতি। কোন পথে এই সাফল্য এল? কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। এদিন জয়েন্টের ফল প্রকাশের পর কৃতীরা জানালেন সেই কথা।         


প্রথম হয়েছেন, বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। তিনি বলেন, "খুব আনন্দ হচ্ছে। কঠোর পরিশ্রম করলে এরকম ফল করা সম্ভব। মা বাবা সবসময় খুব সাহায্য করেছে। আমার ইচ্ছে খড়গপুর আইআইটিতে পড়ার। পাঠ্য বই ভালভাবে পড়েছি। রেফারেন্স বই থেকে প্রশ্ন সমাধান করেছি।'' জয়েন্টে তৃতীয় হয়েছেন কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের বিবস্বান বিশ্বাস। তাঁর কথায়, "বাড়়ির সবাই খুব খুশি। বাবা-মা, শিক্ষকরা সবাই শুভেচ্ছা জানিয়েছেন। পাঠ্য বই ছাড়াও আইআইটি, জেইই- র জন্য যা পড়তে হয় সেসবও পড়েছি। বই খুঁটিয়ে পড়েছি। অনলাইনে পড়েছি শুধুমাত্র ক্লাসের জন্য।'' অষ্টম স্থানাধিকারী অথর্ভ সিঙ্ঘানিয়ার কথায়, "ইলেক্ট্রিক্য়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। IIT-তে পড়তে চাই। JEE অ্যাডভান্সের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বরাবরই আমার টার্গেট ছিল JEE অ্যাডভান্স।''


একনজরে মেধাতালিকা: 



  • প্রথম: কিংশুক পাত্র, বাঁকুড়া জেলা স্কুল

  • দ্বিতীয়: শুভ্রদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল

  • তৃতীয়: বিবস্বান বিশ্বাস, বিশপ মরো স্কুল, কৃষ্ণনগর

  • চতুর্থ: ইরাদ্রি বসু খণ্ড, দার্জিলিং পাবলিক স্কুল, ডাবগ্রাম-ফুলবাড়ি

  • পঞ্চম: ময়ূখ চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুল, বালিগঞ্জ

  • ষষ্ঠ: ঋতম বন্দ্যোপাধ্যায়, ত্রিবেণী টিস্যুজ বিদ্যাপীঠ, হুগলি

  • সপ্তম: অভীক দাস, ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার

  • অষ্টম: অথর্ভ সিঙ্ঘানিয়া, ডিপিএস, রুবি পার্ক

  • নবম: শৌনক কর, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল

  • দশম: বিজিত মঈশ, বিডি ইন্টারন্যাশনাল, নরেন্দ্রপুর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: CBSE 12th Result 2024: টিউশন ছাড়াই সম্ভাব্য প্রথম, CBSE টুয়েলভে কৃতী কলকাতার বংশিকার প্যাশন সাংবাদিকতা


Education Loan Information:

Calculate Education Loan EMI