কলকাতা: রাজ্যে ক্রমশ ভ্যাপসা গরম বেড়েই চলেছে। এদিকে বৃষ্টির সেভাবে দেখা নেই। এমনকি বৃষ্টি হলেও খুব একটা স্বস্তি মিলছে না। আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে মুক্তি কবে ? জানাল আবহাওয়া দফতর (Weather Office)।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে বৃষ্টির পরিমাণ। পয়লা জুন থেকে শুরু করে এখন পর্যন্ত যদি বলা হয়, দক্ষিণবঙ্গে ৩৯ শতাংশ মতো বৃষ্টির পরিমাণ ঘাটতি রয়েছে। এদিকে ঘাটতি থাকলেও, এইমুহূর্তে খুব একটা উন্নতি নেই। আগামীকাল থেকে কিছুটা বৃষ্টি পারতে পারে। কিন্তু তাও ভারী (Heavy Rain) বৃষ্টি হবে না, আগামী ১ সপ্তাহে সেরকম কিছু উল্লেখযোগ্য নয়, হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। তবে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় প্রধানত হালকা ধরণেরই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ১৪ তারিখ থেকে সামান্য একটু বাড়বে। যেটা একদমই কমে গিয়েছে প্রায় সেই তুলনায় একটু বাড়বে। হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের পরিমাণই থাকবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে না। কলকাতা এবং তার পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কাল থেকে হালকা বাড়বে। উত্তরবঙ্গের থেকে আগামী ২ দিন ।বিশেষ করে ৫ টি জেলা আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে। আগামী ২৪ ঘণ্টায় এর মধ্যে কয়েকটা জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন, 'রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর', অভিযোগ কুণালের, পাল্টা নিশীথ
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।