কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) সন্ত্রাস ঘিরে হিংসার বহর ক্রমশ উর্ধ্বমুখী। আর এমনই এক পরিস্থিতিতে 'রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর', গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 


মূলত অডিও ক্লিপ শুনিয়ে অভিযোগ কুণাল ঘোষের। 'শুভেন্দু বলছেন, ৩৫৫ ধারা জারির জন্য পরিস্থিতি তৈরি করাতে হবে। এই অডিও থেকে প্রমাণিত যে চক্রান্ত করছেন শুভেন্দু। স্বতঃপ্রণোদিত মামলা করে শুভেন্দুকে গ্রেফতারির নির্দেশ দেওয়া উচিত আদালতের', দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পাল্টা কুণালের প্রকাশ করা অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন নিশীথ প্রামাণিকের। ৩৫৫ ধারা জারির প্রসঙ্গ ওঠা রাজ্যের জন্য লজ্জার, মন্তব্য নিশীথ প্রামাণিকের।


গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন, '১৮-য় যা করেছিলেন, তার ফল পেয়েছিলেন '১৯-এর লোকসভা ভোটে। আজ যা করলেন, সামনের লোকসভা ভোটে মানুষ তার জবাব দেবে। বাংলায় যা ঘটল, তাতে আগামী একমাস কালা দিবস পালন করা উচিত। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলির তথ্যই দিচ্ছে না পুলিশ। নিহত তৃণমূল কর্মীদেরই পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি দেবেন মুখ্যমন্ত্রী। সেজন্য ১৯জনের মৃত্যু হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। শাসক দলের নির্দেশেই কাজ রাজ্য নির্বাচন কমিশনের। সব হিসেব হবে লোকসভা ভোটে', বলেন বিরোধী দলনেতা।  


মূলত, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলির সংখ্যা ৫০ ছুঁইছুঁই। বলাইবাহুল্য, এমনই এক আবহে, রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?' 


আরও পড়ুন, জয়ী BJP প্রার্থী-সহ ২৫০জনেরও বেশি অসমে আশ্রয়, ঘরছাড়াদের ফেরাল কোচবিহার পুলিশ


যদিও রাজ্যে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা নিয়ে মমতা গতকাল বলেছেন, 'আমরা অনেক সহ্য করেছি, আমাদের এলাকাতেও পুনর্নির্বাচন করেছি।বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে।' আবার এরই সঙ্গেই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়।মণিপুরের মানুষের সঙ্গে কথা বলার জন্য আমরা দল পাঠাচ্ছি।'