সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Forecast) হলেও কাটছে না অস্বস্তি। আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলেই জানালো আবহাওয়া দফতর। মূলত মেঘলা আকাশ ও কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলো অর্থাৎ উত্তর (North 24 Pargana) ও দক্ষিণ ২৪ পরগণা (South 4 Pargana), পূর্ব (East Midnapur) ও পশ্চিম মেদিনীপুরে (West Midnapur) এই দু-দিন কিছুটা ওয়াইড স্প্রেইড রেইন হতে পারে। 


এর সংলগ্ন জেলা কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলিতেও (Hooghly) প্রভাব পড়বে। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টি স্বাভাবিক হবে বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 


মালদার আবহাওয়া: ২২ জুলাই মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া: আজ শুক্রবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে। অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ৩ এর আশেপাশে রয়েছে। আজ, সকাল থেকেই জেলার আকাশ মেঘলা থাকবে। ঘন মেঘে ঢাকা থাকবে আকাশ। বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। সারদিনই বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে জেলায়। জেলার কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। বিকেল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে রাতের দিকে কমবে। এ দিন জেলায় হাওয়ার গতিবেগ ১৩ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশেপাশে উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। বৃহস্পতিবার সারা দিনে ৭ মিমি-এরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়। 


উত্তরবঙ্গের আবহাওয়া: ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে সেখানে। কমেছে তাপমাত্রাও। বর্ষার জন্য ভিজে আবহাওয়া ঠিকই, তবে তাপমাত্রা কিন্তু কমছে না। বৃষ্টির মাঝে রোদ উঠলেই রীতিমতো ঘাম দিচ্ছে কুইন অফ হিলস-এও। বৃষ্টিপাত: 98%, আর্দ্রতা: 84%, বাতাস: 3 কিমি/ঘন্টা


আরও পড়ুন: Saigal Hossain : ফের জামিনের আর্জি খারিজ, গরু পাচার মামলায় জেলেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন