কলকাতা : বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত (Winter Update)। গতকালের তুলনায় প্রায় ২ ডিগ্রি বাড়লেও আজও স্বাভাবিকের নীচেই পারদ। কলকাতার ( Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Update) জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
https://www.imdkolkata.gov.in/ জানাচ্ছে , আগামী কয়েকদিন ধীরে ধীরে কমবে তাপমাত্রা (Temperature) । ফেব্রুয়ারি মাসের শুরুতে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সর্বোচ্চ তাপমাত্রা এই সপ্তাহ থাকবে ২২ ডিগ্রির আশেপাশেই।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা | কেমন কাটবে সারাদিন |
---|---|---|---|
৩১-Jan | ১৩.0 | ২৪.0 | আকাশ পরিষ্কার |
১-Feb | ১৫.0 | ২৫.0 | সকালে কুয়াশা, পরে আকাশ পরিষ্কার |
২-Feb | ১৬.0 | ২৫.0 |
হালকা কুয়াশা
|
ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোর ( Saraswati Puja ) সময় বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার , কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এ বছরের জানুয়ারি মাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। চলতি মরশুমে গত ডিসেম্বরে তাপমাত্রা নেমেছিল ১১ দশমিক ২ ডিগ্রিতে। শীতে কাঁপছে জেলাও। মঙ্গল-বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘে অকাল বর্ষণ।