গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। উত্তাল নদী ও সমুদ্র। এর মধ্যেই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সুন্দরবনের দুই মৎস্যজীবী। গতকাল গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে মোটরবোটে চড়ে হুগলি নদীতে মাছ ধরতে যান ৭ জন মৎস্যজীবী। সঙ্গীদের দাবি, চণ্ডীপুর এলাকায় দুই মৎস্যজীবী মোটরবোট থেকে পড়ে যান। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধান চলছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার, নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা-সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতির কাজ। টানা বৃষ্টিতে জলমগ্ন জেলার একাধিক নিচু এলাকা।
বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে জারি রয়েছে ঝড় বৃষ্টি। উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। দুর্যোগের মধ্যে বিপত্তি। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। উগঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে যন্ত্রচালিত নৌকা নিয়ে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিল ৭ জনের মৎস্যজীবী দল। মাছ ধরার সময় ভুটভুটি থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান দুই মৎস্যজীবী। নিখোঁজ দুই মৎস্যজীবী সীতারাম মণ্ডল (৪০) ও দেবেন জানা (৪৫) গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ প্রশাসন।
অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্ন চাপের প্রভাবে গতকাল সারাদিন এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। জেলার ডায়মন্ড হারবার, নামখানা, সাগর, কাকদ্বীপ, পথারপ্রতিমা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং হাওয়ার দাপট বেশি রয়েছে। কালো মেঘে ঢেকেছে আকাশ। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নাগাড়ে বৃষ্টিতে একাধিক জায়গায় মাটির বাঁধ ভাঙনের ঝুঁকি বেড়েছে। দুর্বল বাঁধ গুলির উপর নজর রেখেছে সেচ দফতর। যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজ। টানা বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হতে শুরু করেছে জেলার একাধিক নিচু এলাকা। আজ দিনভর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে মিশেছে, যার কারণে বৃষ্টি বিহীন অবস্থায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। সপ্তাহভর জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির তোড় আরও বাড়বে।