অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়ার আপডেট: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোনও সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। সামান্য বাড়বে তাপমাত্রা বেশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু এক জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কোন কোন জেলার দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বেশিরভাগ জেলার কোন কোন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে। বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং সহ পার্বত্য এলাকায়।
কলকাতার আবহাওয়া: আজ আংশিক মেঘলা আকাশ। কিছুটা বাড়লো তাপমাত্রা; দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ।