সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফেব্রুয়ারির মধ্যভাগেই ভ্যাপসা গরম শুরু হয়েছে রাজ্যে। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আছে কিছুটা। দক্ষিণবঙ্গে ঠান্ডা এখন কার্যত উধাও। আবহাওয়ার পূর্বাভাস, বুধবার থেকে মেজাজ বদলাবে আবহাওয়া, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হল তেমনটাই মঙ্গল থেকে বৃষ্টিতে ভিজছে রাজ্য। মঙ্গলবার সন্ধে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি।
কলকাতার তাপমাত্রা
বুধবার কলকাতার তাপমাত্রা একলাফে ২৩.৭। এই সময় এত বেশি তাপমাত্রা নিঃসন্দেহে স্বাভাবিকের থেকে বেশি। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত ভাবে। আজও রাজ্যের পশ্চিম ও দক্ষিণের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
- পূর্ব ও পশ্চিম বর্ধমান
- বীরভূম
- মুর্শিদাবাদ
- নদিয়া
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে সতর্কতা জারি করা হয়েছে, বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি জেলার কিছু অংশে এবং বীরভূম ও বাঁকুড়াতেও । হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
কলকাতার আবহাওয়া - মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে, আগামী ২২ ও ২৪ ফেব্রুয়ারি কলকাতা শহরেও রয়েছে বৃষ্টির ইঙ্গিত। তারপর থেকে পরিষ্কার আবহাওয়াই থাকার কথা। আকাশ মোটের উপর থাকবে রোদ ঝলমলে। বৃষ্টির সম্ভাবনা আর নেই। ভোগাবে বাড়তে থাকা তাপমাত্রা। মার্চ পড়ার আগেই গরমে হাসফাঁস করার পরিস্থিতি তৈরি হতে পারে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 21-Feb 23.0 31.0 Partly cloudy sky 22-Feb 23.0 32.0 Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm 23-Feb 22.0 31.0 Mainly Clear sky 24-Feb 22.0 30.0 Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm 25-Feb 21.0 31.0 Mainly Clear sky 26-Feb 21.0 32.0 Mainly Clear sky 27-Feb 21.0 32.0 Mainly Clear sky
আরও পড়ুন :
'রেশন তুলতে পারছি না, ব্যাঙ্কের টাকা তুলতে পারছি না', ফের 'আধার-বিভ্রাট' জেলায় জেলায়