কলকাতা: সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। রবিবার বিকেলে তাদের তরফে টুইট করে জানানো হয়েছে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই চারটি জেলাতে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে।


উত্তরবঙ্গের পাশাপাশি সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 


মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এই তিনটি জেলায় জারি কমলা সতর্কতা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। 


বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার সঙ্গে সঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 


বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানোর পাশাপাশি জারি কমলা সতর্কতা। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র সংলগ্ন এলাকা এবং দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আলিপুর আবহাওয়া দফতরের টুইট অনুযায়ী, রবিবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার তাপমাত্রা এক থাকার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ৩৪ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার পাশাপাশি মেঘলা থাকবে আকাশ। দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বুধবারও একই আবহাওয়া থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার মেঘলা আকাশ থাকার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার মেঘলা আকাশ থাকার পাশাপাশি দু-এক পশলা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।


হাওড়া শহরেও সোমবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে শনিবার পর্যন্ত দু-এক পশলা বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা এবং সল্টলেকেও আবহাওয়া একই থাকার পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Singur Clash: সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সিঙ্গুরে সম্মুখসমরে তৃণমূল-সিপিএম, বাম সমর্থিত নির্দল প্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ