Weather Update: শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, ঊর্ধ্বমুখী পারদ, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Winter Forecast: তবে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা--পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী ৬ জেলায়।

Continues below advertisement

সঞ্চয়ন মিত্র, কলকাতা: শীতের (Winter Update) পথ আটকে পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে নভেম্বরের শুরুতে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। জেলায় জেলায় কমছে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন জেলায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা। তবে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা--পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী ৬ জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে বেড়েছে শীতের আমেজ। পাহাড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। 

Continues below advertisement

দক্ষিণবঙ্গের তাপমাত্রা: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব সকালে হালকা শীতের আমেজ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েকদিন। ধীরে ধীরে পূবালি হাওয়ার প্রভাব বাড়বে। সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প। তাই আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।

শীতের আমেজ বাড়বে উত্তরে: উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টি দু-এক পশলা হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ বাতাসে জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। হাওয়া অফিস জানিয়েছে, শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।                   

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতায় কিছুটা হলেও কমছে শীতের আমেজ। আংশিক মেঘলা আকাশ। আগামী কয়েক দিনে পুবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। তাই কখনো আংশিক কখনো বা পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া। বেলা বাড়লে গরম ও জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি হতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। চলতি সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে।

আরও পড়ুন: Kolkata News: আনন্দপুরের কলেজে র‍্যাগিং! দুই পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের

Continues below advertisement
Sponsored Links by Taboola