মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : পঞ্চায়েত ভোটের (Panchyat Election 2023) জন্য স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বাছাইয়ে জোর দিচ্ছে তৃণমূল। এই উদ্যোগকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের কাঁকসায় সামনে এল ভুয়ো ফর্ম বিলির অভিযোগ। যা নিয়ে তৃণমূলের (TMC) অন্দরেই প্রশ্ন উঠেছে। শাসকদলের প্রার্থী বাছাই নিয়ে কটাক্ষের সুর বাম-বিজেপির গলায়।
পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে ভাবমূর্তিতে জোর
গরুপাচার, কয়লাপাচার থেকে শুরু করে স্কুলে নিয়োগ, একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল। এই প্রেক্ষিতে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ে স্বচ্ছ ভাবমূর্তিকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল। আর তা নিয়েই পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকে ভুয়ো ফর্ম বিলির অভিযোগ (Fake Forms Distributed) উঠেছে।
তৃণমূলের ব্লক সভাপতির দাবি, পঞ্চায়েত ভোটের প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি ছাড়াও জোর দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতায়। দুর্নীতিমুক্ত প্রার্থীর বায়োডেটাও প্রস্তুত রাখতে বলা হয়েছে অঞ্চল নেতৃত্বকে। পঞ্চায়েতের প্রতিটি আসনের জন্য ৩ জন প্রার্থী বাছাই করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাঁকসা ব্লকের ব্লক সভাপতির কথায়, 'কোনও টিচার ডাক্তার মানে ভাল ভাবমূর্তির লোককে পঞ্চায়েতে আনতে হবে। অঞ্চল সভাপতিদের বলি বায়োডেটা সবসময় রেডি রাখবে'।
ভুয়ো ফর্ম বিলি, বিতর্ক
আর সেখানেই দেখা দিয়েছে বিতর্ক। প্রকাশ্যে এসেছে প্রার্থীপদে আবেদনের ছাপানো ফর্ম। এই ফর্ম বিলিকে চক্রান্ত বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। তাঁর দাবি, 'লিখিতভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। কেউ চক্রান্ত করে এরকম ফর্ম টাইপ করেছে। আমাদের কিছু বিরোধী লোক যারা চাইছে না দুর্নীতিমুক্ত পঞ্চায়েত হোক, তাদের কাজ। ' এদিকে, কে ছাপাল ফর্ম, আর কেই বা বিলি করল ? ফর্ম বিলিকে ঘিরেই প্রকাশ্যে এসেছে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অন্দরের ক্ষোভ।
কাঁকসা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রমেন মণ্ডলের দাবি, ভাল ছাপিয়ে দলের খারাপটা সামনে চলে এল। মনে হচ্ছে যারা পদাধিকারী তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের নিশানায় তৃণমূল। কাঁকসার বিজেপি মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি বলেছেন, তৃণমূলের ফর্মই বলে দিচ্ছে পুরো দলটা দুর্নীতিতে যুক্ত। তারা লুটেপুটে খেয়েছে। এদিকে, পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলী সিপিএম সদস্য পঙ্কজ রায় সরকার বলেছেন, ঠগ বাছতে গাঁ উজাড় হবে। প্রার্থী পাবে না। চুরি করে টাকা দেবে ওপরের স্তরে। দুর্নীতির অভিযোগ সামাল দিতে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে সতর্ক তৃণমূল। আর এই উদ্যোগকে সামনে রেখেই দুর্নীতি-ইস্যুতে শাসকদলকে বিঁধতে মরিয়া বিরোধীরা।