রুমা পাল, কলকাতা: SIR আবহে ২০০২-এর ভোটার তালিকা পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। ওয়েবসাইট কোথাও খুলছে, কোথাও খুলছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NIC-র থেকে তথ্য স্টেট ডেটা সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।                                                              

Continues below advertisement

পশ্চিমবঙ্গে SIR-এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অবধি চলবে এনুমারেশন-পর্ব। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। SIR-এ খুবই গুরুত্বপূর্ণ ২০০২ সালের ভোটার তালিকা।

কারণ, ২০০২ সালে শেষবার SIR হয়েছিল পশ্চিমবঙ্গে। সেই ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, বা মা-বাবার নাম ছিল, তাঁদের আর নতুন করে কোনও নথি জমা দিতে হবে না। আর, তাই ২০০২ সালের ভোটার তালিকা পেতে অনেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট খোলার চেষ্টা করছেন। তখনই দেখা দিচ্ছে সমস্যা। পশ্চিম বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের বহু ভোটারকেই ওয়েবসাইট খোলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে।                

Continues below advertisement

সাইবার কাফের মালিক অপূর্ব মাজি বলেন, 'সকাল থেকেই কয়েকজন এল, এই ভোটার লিস্টের জন্য ২০০২-এর, কিন্তু সকাল থেকেই চেষ্টা করেছি, বার কয়েক চেষ্টা করেছি, কিন্তু ফল পাওয়া যায়নি।' 

নির্বাচন কমিশন সূত্রে খবর, ওয়েবসাইটের সার্ভারে কিছু সমস্যা রয়েছে, তাই লিস্ট দেখায় সমস্যা রয়েছে। SIR শুরু হলে অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে। সার্ভারে এত লোক ঢুকছে যে সার্ভার ডাউন হয়ে যায়। সেই সার্ভার আপডেট করার কাজ চলছে। 

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NIC-র থেকে তথ্য স্টেট ডেটা সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।               

২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না জানবেন কীভাবে?

১। প্রথমে আপনি গুগলে গিয়ে ‘2002 West Bengal Voter List’ লিখে সার্চ করতে পারেন অথবা সরাসরি ceowestbengal.nic.in/Roll_dist লিঙ্কে ক্লিক করতে পারেন।

২। এরপরে ওয়েবসাইটে ঢুকলে আপনি একাধিক জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার নিজের জেলা থেকে সিলেক্ট করতে হবে।

৩। জেলা সিলেক্ট করার পর আপনি বিধানসভা কেন্দ্রগুলির নাম দেখতে পাবেন। সেখান থেকে আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে।

৪। এরপর আপনি যে বুথে বা স্কুলে গিয়ে ভোট দিয়েছেন, সেটিকে খুঁজে ক্লিক করতে হবে।

৫। খুঁজে নিতে হবে আপনার ভোটকেন্দ্র। তারপর সেটির পাশে থাকা ‘ফাইনাল রোল’ বা চূড়ান্ত তালিকায় ক্লিক করলেন আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। 

৬।এরপরেই আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট খুলে যাবে। সেখান থেকে আপনার নাম দেখে নিন।