কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যের ৯৬ টি বেসরকারি বিএড কলেজের পঠন পাঠনের অনুমোদন বাতিল করা হল। চলতি বছরের জন্য এই কলেজগুলির অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


কলেজগুলির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। পর্যাপ্ত শিক্ষকের অভাব। ইউজিসির বিধি মতে এবং ব্যাঙ্ক মারফত বেতন না দেওয়া, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব সহ একাধিক অভিযোগ রয়েছে। 


যদিও সব অভিযোগ অস্বীকার করেছে  বেসরকারি বিএড কলেজগুলির একাংশ। এই নিয়ে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের গেটে আন্দোলন হয়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে ৯৬ টি কলেজের নাম, ঠিকানা সহ তালিকা প্রকাশ্যে আনা হয়েছে।  


গত বছরও পরিকাঠামোয় দেদার অনিয়মের অভিযোগ, চলতি বছরের জন্য রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করেছিল রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনিয়ম ধরা পড়েছে কলেজগুলিতে, তাই সিদ্ধান্ত, এমনই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।                                                                                                      


বেশ কিছু বিএড কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের ফায়ার লাইসেন্স সার্টিফিকেট বা অগ্নি নির্বাপক শংসাপত্র আছে।  অথচ বাস্তবে তা নেই। অভিযোগ, কর্তৃপক্ষের কাছে জাল ফায়ার লাইসেন্সের সার্টিফিকেট জমা দিয়েছে বিএড কলেজগুলি। শুধু এই নয়, কর্তৃপক্ষের দাবি ছিল, UGC-র বিধি মেনে, ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে শিক্ষকদের বেতন দেওয়ার কথা। কিন্তু সেই নিয়মও অনেক বিএড কলেজ মানেনি।                                                                                                                                     


 


আরও পড়ুন, কপালে গুলির ক্ষতচিহ্ন ! আসানসোলের হোটেলে যুবকের রহস্যমৃত্যু