সুজিত মণ্ডল, ময়ূখঠাকুর চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়, নদিয়া ও বীরভূম : পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে অস্ত্র-গুলি উদ্ধার। পুলিশের রুটিন তল্লাশিতে, নদিয়ার হাঁসখালিতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। বীরভূমের নলহাটি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। দুটি ঘটনায়, ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমের নলহাটি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের STF। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ২ অস্ত্র কারবারির থেকে ২টি পিস্তল এবং ৩০টি গুলি উদ্ধার হয়।
পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায়, তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে যে ভাবে অস্ত্র-গুলি ও বোমা উদ্ধারের বিরাম নেই, সেই সঙ্গে থামছে না রাজনৈতিক তরজাও।
হাঁসখালিতে চলন্ত গাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
শুক্রবার গভীর রাতে নাকা চেকিংয়ের সময় চারটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি উদ্ধার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা গিয়েছে, এরশাদ মণ্ডল (৩৭), সাধন মণ্ডল (৪২) ও শাহিন মণ্ডল (১৮)। তাদের বাড়ি হাঁসখালি থানা এলাকাতেই। একটি চারচাকা গাড়িতে চেপে হাজরাতলা এলাকা দিয়ে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হওয়াতে গাড়ি থামিয়ে তল্লাশি করতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।
কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে ফের উদ্ধার হয়েছিল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ। পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। সব ঠিক থাকলে আগামী বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি।
কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা।