লাহোর: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে বড় রদবদল ঘটেছে। চেয়ারম্যান পদ থেকে রামিজ রাজাকে সরানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নাজম শেঠি। এবার পাকিস্তান নির্বাচন কমিটিতেও বড় বদল ঘটল। পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হলেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।


নিবাচক প্রধান আফ্রিদি


পাকিস্তান দলের হয়ে দুই দশকেরও অধিক সময় ধরে খেলেছেন আফ্রিদি। বহুদিন দলের অধিনায়কত্বও করেছেন তিনি। এবার নির্বাচক হিসাবে নতুন দায়িত্ব পেলেন তিনি। আফ্রিদির পাশাপাশি আব্দুল রজ্জাক ও রাও ইফতিকারও রয়েছেন এই নির্বাচন কমিটিতে। পাকিস্তান বোর্ডের তরফে শনিবারই (২৪ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান বোর্ড লেখে, 'পিসিবি ম্যানেজমেন্ট কমিটি পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিটির প্রধান নিযুক্ত করল। আব্দুল রজ্জাক ও রাও ইফতিকার অঞ্জুমও এই প্যানেলের অন্যতম সদস্য।'


 






১২০ দিনের সময়সীমা


প্রসঙ্গত, নাজিম শেঠি ১৪ জনের পাকিস্তান ম্যানেজমেন্ট কমিটির প্রধান যে কমিটিতে শাহিদ আফ্রিদি ও সানা মিরও রয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি পাকিস্তান সরকারের অধীনে। সরকারের তরফে শেঠিদের পুরো বোর্ড গঠনের জন্য ১২০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। পাকিস্তান সরকারের তরফে বোর্ডের সংবিধানও সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে এবং পুনরায় ২০১৪ সালের সংবিধানই আবার লাগু হতে চলেছে। 


গামী চার মাসের জন্য পুরো বিষয়টি পরিচালনার জন্য নাজম শেঠির নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি নিযুক্ত করেছে। দেশের মাটিতে টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রামিজ রাজাকে সরিয়ে দেয় পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জারি করা এই বিজ্ঞপ্তিটিকে ফেডারেল মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হতে হবে। তবে তা কেবল একটি আনুষ্ঠানিকতা।


আরও পড়ুন: 'এখনও চিমটি কাটছি, বিশ্বাসই হচ্ছে না', মুম্বইয়ে যোগ দিয়েই প্রতিক্রিয়া গ্রিনের