উত্তর ২৪ পরগনা:  ২০২১ সালে বিধানসভা ভোটে বাগদায় ১ লক্ষের উপরে ভোট পেয়ে জয় এনেছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। আরও একটু পিছিয়ে দেখলে, ২০১৬ সালে এই কেন্দ্রে জয় আনে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী দুলাল বর ১ লক্ষ ভোটে বিজয়ী হয়েছিলেন। রইল বাকি ২০১১। ৯১ হাজারের বেশি ভোটে সেবার বাগদা বিধানসভায় জয় এনেছিলেন তৃণমূল প্রার্থী উপেন্দ্রনাথ বিশ্বাস। মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। অবশেষে ১৩ বছর পর বাগদায় মধুপর্ণার হাত ধরে ফুটল ঘাসফুল। ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। 


মধুপর্ণা বলেন,' বাগদাবাসী দিদি উন্নয়নকে দেখে বুঝতে পেরেছে, উনি ছাড়া কেউ থাকতে পারবে না। বিজেপির দ্বারা কোনও কাজ হবে না। দিদিই আছেন, দিদিই থাকবে।' আপনার প্রথম আন্দোলন-অনশন, তোপ দাগা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে..এটা কী কাজ দিয়েছে উপ নির্বাচনে ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মধুপর্ণা জানিয়েছেন,' একদমই নয়। ওটা যা ছিল, ফ্যামিলি ম্যাটার ছিল।অধিকারের লড়াই ছিল। বিজেপির ক্ষমতাকে অপব্যবহার করে যেটা হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। এটা রাজনৈতিক ইস্যু। দুটো কোনও যোগাযোগ নেই।'


বাগদা বিধানসভায় আপনাকে প্রার্থী করা হল, এটা কি তৃণমূল একটা চমক দিতে চেয়েছিল ? উত্তরে মধুপর্ণা জানান, 'কাকু তো আগেই বলে দিয়েছিলেন, আমি টিকিট নেব না। তাহলে তো উনি প্রথম প্রায়োরিটি ছিলেনই। তবে উনিও যদি দাঁড়াতেন, সিটটা এমনই   জয়লাভ করতাম। আসলে এই আসনটা আমরা আগে থেকেই জিতে আছি। আমরা তো জানি, মানুষ আমাদের পাশে আছে। কারণ বিজেপিরা এতদিন সবাইকে ভুল বুঝিয়েছিল।'


 আরও পড়ুন, যুবক-যুবতীকে দেখে 'ছেলেধরা' সন্দেহ, পুলিশের ওপর 'হামলা' আসানসোলে..


অপরদিকে, বিজেপি প্রার্থী বিনয়কুমার বলেন,' না এটা প্রত্যাশিত ছিল না। আমরা জিততাম। কিন্তু ছাপ্পা ভোটের কারণে এখানে হেরে গিয়েছি। অধিকাংশ বুথে ছাপ্পা ভোট হয়েছিল। যেখানে যেখানে আমরা গিয়েছিলাম, সেখানেই আমরা গড়মিল পেয়েছিলাম। আমরা ঠিকভাবে বুথে পৌঁছতেও পারিনি, তার আগে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।..সুস্থভাবে ভোট হলে বিজেপি এখানে জিতত। সুস্থভাবে ভোট না হওয়ার জন্য বিজেপি এখানে হেরেছে।' 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।