সন্দীপ সরকার, হংসরাজ সিংহ, বিশ্বজিৎ দাস, পূর্ণেন্দু সরকার, তুহিন অধিকারী ও অমিত জানা, বাঁকুড়া : কোথাও জোর করে দোকান বন্ধ করার চেষ্টা। দোকানদারের সঙ্গে বচসা। বাইক আরোহীর সঙ্গে হাতাহাতি। কোথাও অটোচালককে বাধা। কোথাও আটকে বাস। কোথাও আবার অবরোধের জেরে আটকে সারি সারি ট্রাক। প্রবল গরমে বিভিন্ন জেলায় আদিবাসী সংগঠনের ডাকা বন্ধ ঘিরে চোখে পড়ল এই ছবি।
CRI রিপোর্টে বদল ঘটিয়ে অ-আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দেয় ২৫টি আদিবাসী সংগঠনের মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন।
উত্তর দিনাজপুরে দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বন্ধ সমর্থকরা। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের থানা মোড় ও বাস স্ট্যান্ড এলাকায় রাজ্য সড়ক অবরোধের পাশাপাশি, হিলি মোড়ে জাতীয় সড়কেও বিক্ষোভ দেখান আদিবাসীরা। যাত্রী নিয়ে যেতে বাধা দেওয়া হয় অটোচালককে। মালদার চাঁচলে জাতীয় সড়ক তীর ধনুক নিয়ে পথ আটকে রাখেন আদিবাসীরা।
এদিকে, ঝাড়গ্রামে বন্ধ হয়ে যায় বেসরকারি বাস। জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেন বন্ধ সমর্থকরা। পশ্চিম মেদিনীপুরে বেলদা-কাঁথি রাজ্য সড়ক আটকে দেন বন্ধ সমর্থকরা। বাধা সরিয়ে এক বাইক আরোহী যেতে চাইলে তাঁর সঙ্গে হাতাহাতি বেধে যায়। গড়বেতা, শালবনি, গোয়ালতোড়, হুমগড়-সহ বিভিন্ন জায়গায় বন্ধের প্রভাব পড়ে। বাঁকুড়ার হেভির মোড়ে অবরোধের জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাকের লম্বা লাইন পড়ে যায়। রাস্তায় বসে রান্না করতে দেখা যায় ট্রাক চালকদের। বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
পুরুলিয়ার নিতুড়িয়ার হরিডি মোড়ে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ও পারার ঝাপড়ায় রাস্তা আটকে দেন আদিবাসীরা। ৩২ নম্বর জাতীয় সড়কের দামদা মোড়েও চলে অবরোধ। পশ্চিম বর্ধামানে দুর্গাপুর থেকে লাউদোহা ও পাণ্ডবেশ্বর যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। জামুড়িয়ায় ধামসা মাদল নিয়ে রাস্তায় নামেন আদিবাসীরা। পূর্ব বর্ধমানে কাটোয়ায় রাস্তায় টায়ার ফেলে রাস্তা ঘিরে দেন আদিবাসীরা।
আরও পড়ুন- রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে মোদিকে উপহার পাঠালেন মমতা, বাংলার আম গেল রাষ্ট্রপতির কাছেও
কালনার ধাত্রীগ্রামের কাছে দিলীপ ঘোষের গাড়ি আটকে পড়ে। গাড়ি থেকে নেমে বন্ধ সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি। বীরভূমের বোলপুরের জামবুনি বাস স্ট্যান্ড ও সিউড়ির আবদারপুরে জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসীরা।