ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে বীরভূমে (Birbhum) ফের বোমা বারুদের আস্ফালন। বোমা ফেটে গুরুতর জখম হয়েছে ৮ বছরের ২ শিশু। ঝলসে গেছে শরীর। পরিবারের দাবি, বোমা নয়, বাজি ফেটে বিস্ফোরণ। যদিও পুলিশ জানিয়েছে, বোমা ফেটেই ঘটেছে মারাত্মক এই ঘটনা।


আবার রক্তাক্ত শৈশব


আবার বোমা-বারুদের আস্ফালন। আবার রক্তাক্ত হল শৈশব। মানিকচক, সাঁইথিয়া, কাঁকিনাড়ার পর এবার বীরভূমের মাড়গ্রাম। বোমা ফেটে মারত্মক জখম হল ২ ভাই। বীভৎসভাবে পুড়ে গেছে ছোট্ট দুটো শরীর। বীরভূমের মাড়গ্রামের একডালা গ্রামে, মামারবাড়িতে বেড়াতে এসেছিল দুই মাসতুতো ভাই।                                                                                                                                                                                                   


দুজনেরই বয়স ৮ বছর। শুক্রবার সকালে বাড়ির দোতলার এই অংশে বসে খেলছিল দুই ভাই। বল ভেবে হাত দেয় বোমায়, তখনই আচমকা বিস্ফোরণ। সবাই দৌড়ে এসে দেখে, ঝলসে গেছে দুটো শরীর। পুড়ে গেছে মুখ। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয় দুই বালককে। অবস্থার অবনতি হওয়ায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্য়াল কলেজে। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই ভাই। 


বাজি-বোমা তরজা


এদিকে, বোমা বিস্ফোরণের দাবি মানতে নারাজ দুই শিশুর আত্মীয়রা। তাঁদের দাবি, বোমা নয়, চকোলেট বোম ফেটে আহত হয়েছে দুই ভাই। বিস্ফোরণের জেরে বাড়িতে বড় ফাটল ধরেছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুতলি দড়ি। তারপরেও বোমা নয়, বাজি ফেটেই দুর্ঘটনা বলে দাবি করছে আহত বালকের পরিবার। 


গত মাসের ১৫ তারিখ বীরভূমের সাঁইথিয়ায় বিস্ফোরণে পা উড়ে যায় এক তৃণমূল কর্মীর। গুরুতর জখম হন আরও এক কিশোর। পঞ্চায়েত ভোটের আগে, বীরভূমের আরেক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্ফোরণ। মারাত্মক জখম হয়েছে ৮ বছরের দুই ভাই। এদিকে, মাড়গ্রামের ঘটনায় বীরভূম পুলিশ সুপার জানিয়েছেন, বাজি নয়, বোমা ফেটেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়ির মালিক জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 


আরও পড়ুন- উপাচার্যর বিরুদ্ধে আন্দোলন, এক বছরের জন্য সাসপেন্ড বিশ্বভারতীর ৫ ছাত্র