কলকাতা: ৫ বছর পর দেশে ফিরেছে বার্ড ফ্লু (Bird Flu) আতঙ্ক। বার্ড ফ্লুতে আক্রান্ত এই রাজ্যেরই ৪ বছরের শিশু। দিনকয়েক আগে মালদার কালিয়াচকের শিশুর শরীরে বার্ড ফ্লু-র ভাইরাসের হদিশ মেলে। কেমন আছে ওই শিশু? স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, 'শিশুর শারীরিক অবস্থা ঠিক আছে। কাল ফের নজরদারিতে যাচ্ছে বিশেষ দল। শিশুটির সংস্পর্শে আসা ব্যক্তিরা কেউ আক্রান্ত হননি।' 


ফিরেছে বার্ড ফ্লু আতঙ্ক: স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, "বার্ড ফ্লু নিয়ে বিভ্রান্তির কোনও জায়গা নেই। বাচ্চাটির ক্ষেত্রেও দুটো স্যাম্পেলে চার ধরনের ভাইরাস বেরিয়েছে। লো প্য়াথজেনিক মানে খুব একটা কিছু হবে না। এমনও হয় যে, ভাইরাস ভেতরে আছে কিন্তু কোনও ক্লিনিক্যাল উপসর্গ নেই। এর সোর্স আমাদের রাজ্যে নেই। আমাদের রাজ্যে বার্ড ফ্লু-র কোনও নমুনা পাওয়া যায়নি। ডিম বা মুরগি, হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে বলে মনে করছি না।'' 


মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করে World Health Organization বা WHO। সেই রিপোর্টে বলা হয়, ২০১৯ সালের পর ভারতে ফের এই রোগ সংক্রমিত হল মানুষের শরীরে। বার্ড ফ্লু-তে আক্রান্ত এই রাজ্যের মালদার বাসিন্দা এক ৪ বছরের শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ২২ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে এই তথ্য। রিপোর্টে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি জ্বর ও পেটে ব্যথা হওয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় শিশুকে। ১ ফেব্রুয়ারি প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালের আইসিউইতে ভর্তি করা হয়। ২ ফেব্রুয়ারি তার শরীরে অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস পাওয়া যায়। ২৮ ফেব্রুয়ারি শিশুকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। কিন্তু ৩ মার্চ ফের শ্বাসকষ্ট হওয়ায় একটি সরকারি হাসপাতালের PICU-তে ভর্তি করা হয়। পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পরীক্ষা করে জনা যায় শিশু বার্ড ফ্লুতে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, পশু-পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। পোল্ট্রিতে বা পশু-পাখির বাজারে যাঁরা কাজ করেন, তাঁদেরকে সতর্ক থাকবে হবে। হাত স্যানিটাইজ করতে হবে হাঁস-মুরগি ধরার পর। মাস্ক বব্যবহার করতে হবে আক্রান্ত ও তাঁর পরিবারের সদস্যদের। মাস্ক ব্যবহার করতে হবে চিকিৎসকদের। রোগীর কাছে গেলে পরতে হবে পিপিই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: NEET UG 2024: 'কোনও দুর্নীতি হয়নি, বেনিয়ম হলে দোষীদের ছাড়া হবে না' বার্তা শিক্ষামন্ত্রীর