মুম্বই: অনলাইনে মুদিখানার জিনিসপত্র অর্ডার করেছিলেন। গরমকালে আইসক্রিমেই স্বস্তি। তাই মুদিখানার জিনিসপত্রের সঙ্গে অর্ডার করেছিলেন আইসক্রিমও। কিন্তু তারপর আইসক্রিম খেতে গিয়ে মুম্বইয়ের চিকিৎসকের (Orlem Brandon Serrao) যা অভিজ্ঞতা হল, তা সারাজীবনেও ভোলার নয়। ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারছেন না তিনি। একথায় তিনি, ভীত, বাকরুদ্ধ।


মুম্বইয়ের মালাডের বাসিন্দা ওই চিকিৎসক। গত বুধবার তিনি একটি কোন অর্ডার করেন। তার সঙ্গে কোনও টপিংস অর্ডার না করলেও ডেলিভারি করা হয় আইসক্রিমের সঙ্গে এক্সট্রা টপিংস। আসল ধাক্কাটা লাগে খেতে গিয়ে। মুখ শক্ত মতো একটা কিছু অনুভূত হয়। প্রথমে ভেবেছিলেন বাদাম। কিন্তু পরে দেখেন, তা নয় ! অন্যরকম কিছু। দেখেন মানুষের হাতের আঙুল। দেখেই চমকে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি ওই আঙুলটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। 


ডা. সেরাও বলেন, তিনি সেদিন তিনটি আইসক্রিম অর্ডার করেছিলেন। তার মধ্যে বাটার স্কচ আইসক্রিমটি মুখে নিয়ে খেতেই অনুভব করেন শক্ত কিছু একটা। প্রথমে ভেবেছিলেন বাদাম বা চকোলেট চিপস। কিন্তু তারপর মুখ থেকে বের করে দেখা যায় সেটি একটি হাতের আঙুল। তিনি জানান, ডাক্তার হিসেবে তিনি ভালভাবেই বুঝতে পেরেছেন নখের দাগ ও আঙুলের ছাপ। তিনি সঙ্গে সঙ্গে আঙুলটি একটি আইসব্যাগে রেখে দেন, যাতে পুলিশকে দেখানো যায়। 


আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা Yummo-র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ক্রেতা। ২৭২ এবং ৩৩৬ নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে মালাড পুলিশ। পুলিশ ওই দেহাংশ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।  


প্রথমে ওই ক্রেতা আইসক্রিম  কোম্পানির ইনস্টাগ্রাম পৃষ্ঠায় অভিযোগ দায়ের করেন।  কিন্তু কোম্পানির কাছ থেকে কোনো উপযুক্ত জবাব না পাওয়ায়, অভিযোগকারী আঙুলটি  একটি বরফের ব্যাগে রেখে মালাড থানায় যোগাযোগ করেন,। মালাড পুলিশ মহিলার অভিযোগের ভিত্তিতে ইউম্মো আইসক্রিমের বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করেন । বিচ্ছিন্ন অঙ্গটি ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়। মুম্বাইয়ের এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কেউ কেউ বিস্ময় ধরে রাখতে পারেননি। কেউ জানিয়েছেন, তিনি এই খবর দেখে বিপর্যস্ত। 


                                   


পুজোয় বেড়ানোর প্ল্যান? টিকিট কাটার ক্ষেত্রে বিরাট সুবিধা, জানিয়ে দিল রেল