ধুবুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ফল প্রকাশিত হয়েছিল প্রায় এক মাস আগে। এই মুহূর্তে জেলায় জেলায় সমস্ত পঞ্চায়েতে চলছে বোর্ড গঠন। আর সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তির আঁচ রাজ্য জুড়ে।


চাঞ্চল্য ছড়িয়েছে একটি ঘটনায়। ধুবুলিয়া ১ পঞ্চায়েতের বিজেপির প্রধানকে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার শোরগোল পড়ে গেল। অপহরণের অভিযোগ ওঠে তৃণমূল (TMC) ও পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি (BJP) সমর্থকেরা।


২১ আসন বিশিষ্ট ধুবুলিয়া পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হওয়ার পরেই অপহরণের অভিযোগ ওঠে। কাঠগড়ায় তোলা হয় তৃণমূল ও পুলিশকে। প্রধানের পক্ষে ১১ জন বিজেপি সদস্যের সমর্থন ছিল।


একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে বিজেপির অপহৃত প্রধান তৃণমূলের পতাকা হাতে। বলছেন, 'উন্নয়নের স্বার্থে- মমতা বন্দ্যোপাধ্যায়ে আস্থা রেখে তৃণমূলে যোগ দিলাম।' যদিও তাঁর বলার ধরন এবং হাঁফানো দেখে অনেকেরই মনে হয়েছে, ভয় দেখিয়ে ও চাপ তৈরি করে এই কথা বলতে তাঁকে বাধ্য করা হয়েছে। তাঁর মন্তব্যের পরেই তৃণমূল কর্মীদের হাততালি দিতেও দেখা যায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


ঘটনার কথা জানাজানি হতেই টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী ও সমর্থেকরা। তাঁরা বলতে থাকেন, আমাদের প্রধানকে ফিরিয়ে দিন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।


পঞ্চায়েতের বোর্ড গঠন (Panchayat Board) ঘিরে রাজ্যের জেলায় জেলায় অশান্তি। এবার হুগলি জেলা (Hooghly Violence)।  পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে তুলকালাম হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরায়। ওই এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বোমাবাজি, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। আহত এএসপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ (Police)।  আইএসএফের (ISF) বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)।                                                              


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial