শিবাশিস মৌলিক, কলকাতা: দলীয় মতাদর্শ প্রচারের লক্ষ্যে একাধিক বই ছাপানোর উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি (West Bengal BJP)। সূত্রের খবর, বইগুলিতে বিজেপির উত্থানের ইতিহাস থেকে মোদি সরকারের সাফল্যের মতো বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। রাজ্য বিজেপি নেতৃত্বের আশা, বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কর্মী ও সমর্থকদের সচেতন করে তোলা যাবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্য়েও দলের বক্তব্য, আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।
বই ছাপানোর উদ্যোগ: বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে, গেরুয়া-বিশ্বাসকে জনমানসে আরও ছড়িয়ে দিতে, বইকেই অন্যতম মাধ্যম হিসাবে বেছে নিয়েছে বঙ্গ বিজেপি। উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বই ছাপানোর। বইয়ের মাধ্যমে আদর্শ প্রচার এবং জনসংযোগের কৌশল এরাজ্য়ে বহু পুরনো। পুজোর সময় সিপিএমের বইয়ের স্টলের সঙ্গে বাংলার মানুষের পরিচিতি বহুদিনের। এখন সেই পথে হাঁটে তৃণমূলও। কয়েকবছর ধরে বিজেপিও বইয়ের স্টল দিচ্ছে। বইমেলাতেও বিভিন্ন দলের মুখপত্রের স্টল থাকে। সেখানে সংশ্লিষ্ট দল বা সংগঠনের আদর্শের ওপর লেখা নানা বই, পত্র-পত্রিকা বিক্রি হয়। তা নিবিড় জনসংযোগেরই অন্যতম মাধ্যম। এই বিষয়টি মাথায় রেখেই বই ছাপানোয় জোর দিচ্ছে বঙ্গ বিজেপি।
বিজেপির সদর দফতরে যে লাইব্রেরিটি আছে, তা পরিচিত বস্তু ভাণ্ডার নামে। সেখান থেকেই দলীয় মতাদর্শ সংক্রান্ত বই ভর্তুকির মাধ্যমে বিক্রি হয়। কিন্তু, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বস্তু ভাণ্ডারে বইয়ের অভাব। তাই নতুন বই লেখা ও ছাপার উদ্যোগ নিয়েছে বিজেপি।দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “দল একটা ট্রানজেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। মুরলিধরের পরিবর্তে নিজেদের মালিকানায় নতুন জমিতে নতুন পার্টি অফিস তৈরি চেষ্টা চলছে। এখন একটা ভাড়া বাড়িতে আমরা আছি। লাইব্রেরি বস্তু ভান্ডার নতুন পার্টি অফিসে অনেক বড় করে করা হবে। নতুন বইয়ের বিষয়ে রিসার্চ এর কাজ তো সবসময় চলছে।’’
সূত্রের খবর, রাজনৈতিক দল হিসেবে বিজেপির উত্থানের ইতিহাস। বিজেপির প্রবাদপ্রতিম নেতাদের আত্মজীবনী। সুবক্তাদের সংকলন। রামমন্দির-সহ বিভিন্ন আন্দোলনের ইতিহাস এবং মোদি সরকারের সাফল্য-সহ বিভিন্ন বিষয়ে অন্তত ডজনখানেক বই ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। লেখক নির্বাচন ও গবেষণার কাজ চলছে বইগুলির জন্য। বই লিখতে কয়েক মাস সময় দেওয়া হবে লেখকদের। ২৪ এর লোকসভা নির্বাচনে না হলেও, ২৬ এর বিধানসভা নির্বাচনে এই বই গুলির প্রভাব পড়বে বলেই আশা বঙ্গ বিজেপির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: East Midnapore: BJP পঞ্চায়েত সদস্য সুপারিশ করলে মিলবে কাস্ট সার্টিফিকেট! নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক