কলকাতা: গোটা দেশের ডেস্টিনেশন এখন একটাই, অযোধ্য়া (Ayodhya)। অযোধ্য়ামুখী প্রায় সমস্ত ট্রেনেই টিকিটের মারাত্মক আকাল। কলকাতা থেকে অযোধ্য়াগামী ২ টি ট্রেনেই ওয়েটিং ১০০-র ওপরে। কলকাতা থেকে অযোধ্য়া এখনও কোনও সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। এরইমধ্য়ে, কাল ৬টি বন্দে ভারত ও ২ টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্য়ে একটি অমৃত ভারত পাচ্ছে বাংলা।


টিকিটের মারাত্মক আকাল: কলকাতা থেকে কালীকূট, যোধপুর থেকে চণ্ডীগঢ়, ভারতের সব পথই এখন গিয়ে মিশছে অযোধ্যায়। গন্তব্য়, একটাই সরযূ পাড়, রামলালার মন্দির। আগামী ২২ তারিখ উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগে অযোধ্য়ার হোটেলগুলিতে তিল ধারণের জায়গা নেই। প্রায় সব হোটেলের সব ঘর বুকড। খালি নেই ধর্মশালাও। এমনকি ফাঁকা নেই হোম স্টেগুলিও। গোটা দেশ থেকেই অযোধ্য়া যাওয়ার হিড়িক। অযোধ্য়ামুখী বেশিরভাগ ট্রেনেরই টিকিট ওয়েটিংয়ে। কলকাতা থেকে সরাসরি অযোধ্য়া যাওয়া যায় দুটি ট্রেনে। একটি দুন এক্সপ্রেস। যেটি ছাড়ে হওড়া থেকে। আরেকটি কলকাতা জাঠ এক্সপ্রেস। যা কলকাতা টার্মিনাল থেকে ছাড়ে। জানুয়ারির মাঝামাঝি দুটি ট্রেনেরই সব টিকিট বুকড। ১০০-র ওপরে রয়েছে ওয়েটিং। নতুন করে টিকিট কাটলে কনফার্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।


শনিবারই অযোধ্য়ায় রোড শো করবেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে উদ্বোধন করবেন ৬টি বন্দে ভারত ও ২ টি অমৃত ভারত এক্সপ্রেসের। তার মধ্য়ে একটি ট্রেন পেয়েছে বাংলা। মালদা থেকে বেঙ্গালুরু ৪৩ ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালোরে পৌঁছবে ট্রেনটি। ইতিমধ্য়েই মালদা টাউন স্টেশনে পৌঁছে গেছে ট্রেনটি। উদ্বোধনের আগেই সেই ট্রেন ঘিরে আগ্রহ তুঙ্গে। এই ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ট্রেনে মোট ২২টি কামরা। শনিবার অযোধ্য়ায় মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে, কলকাতা থেকে অযোধ্য়া এখনও কোনও সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। এদিকে, অযোধ্য়া থেকে আমন্ত্রণ স্বরূপ আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে চালভর্তি কলস। সেই কলস নিয়ে জয়গাঁয় মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। বর্তমানে হনুমান মন্দিরে রাখা হয়েছে এই কলস। এই চাল বিলি করেই শুরু হবে আমন্ত্রণ জানানো।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: East Midnapore: BJP পঞ্চায়েত সদস্য সুপারিশ করলে মিলবে কাস্ট সার্টিফিকেট! নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক