রাজীব চৌধুরী, করুণাময় সিংহ ও শুভেন্দু ভট্টাচার্য : ৩ জেলায় উদ্ধার হল অস্ত্র ও বোমা। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। অন্যদিকে মালদার (Malda) মানিকচকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। কোচবিহারের (Cooch Behar) দিনহাটাতেও বোমা উদ্ধার হয়েছে।


দুয়ারে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় মিলছে আগ্নেআস্ত্র-বোমার হদিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় সম্প্রতি বারবার উঠে আসছে মুর্শিদাবাদ জেলার নাম। মঙ্গলবার ডোমকলের দক্ষিণ গরিবপুরে সাবেদ আলি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি। বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, বাড়িতে বোমা-অস্ত্র মজুত করা হয়েছিল। 


এর আগেও ডোমকলে অস্ত্র উদ্ধার হয়েছে। গত ২৯ অক্টোবর, মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হন ডোমকলের এক ব্যবসায়ী। এরপর ৯ নভেম্বর, গ্রেফতার হয় ২ অস্ত্র কারবারি। ২২ নভেম্বর, ফের ডোমকলে অস্ত্র উদ্ধার হয়। অন্যদিকে, বুধবার সকালে মালদার মানিকচকের জেসারত টোলা গ্রামে, ঝোপের মধ্যে ২টি ব্যাগ থেকে ৭টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এর আগে, ২২ নভেম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতেরই বালুটোলা গ্রামে বোমা ফেটে জখম হয় ৪ ও ৬ বছরের দুই শিশু। এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।


বুধবার সকালে, কোচবিহারের দিনহাটার মুন্সিরহাট এলাকা থেকেও একটি তাজা বোমা ও বোমার সুতলি উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধার হওয়ায়, শুরু হয়েছে রাজনীতি। কোথা থেকে আসছে এত বোমা? কিসের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র? নেপথ্যে কি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি? উঠছে প্রশ্ন।


আরও পড়ুন- মহিষাদলে ফের ফেল নন্দকুমার মডেল, বিরোধী শক্তিকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল


ঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার (TMC lEADER) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থলে মিলেছে একটি তাজা বোমাও। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, গতকাল গভীর রাতে ভাঙড়ের বড়ালি গ্রামে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চলে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। তৃণমূল নেতার অভিযোগ, কয়েকদিন আগে ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায়, তাঁকে খুনের চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন তৃণমূল নেতা। এ নিয়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।