কলকাতা: বাজেট নিয়ে এবার মোদি সরকারের অর্থমন্ত্রী বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী। বাজেট নিয়ে বাগযুদ্ধ সপ্তমে। কিছুদিন আগে বাজেট নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব দিতে গিয়ে, সংসদে তৃণমূলকে নিশানা করেছিলেন নির্মলা সীতারমণ। বুধবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশের পর, তাঁকেই এবার পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দোপাধ্যায়।
উল্লেখ্য, পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করেছে মোদি সরকার। যা নিয়ে লোকসভায় আক্রমণ শানিয়েছিল তৃণমূল। রাজ্য বিধানসভায় বাজেটের আগের দিন, তার জবাব দিতে গিয়ে, তৃণমূলকে পয়েন্ট ধরে ধরে নিশানা করেন নির্মলা সীতারমণ। তিনি অস্ত্র করেন এ রাজ্যে ওঠা দুর্নীতি এবং প্রতারণার অভিযোগকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, 'এমনই প্রহসন, যে তৃণমূল কংগ্রেস নিজেকে তৃণমূল স্তরের দল বলে গর্ব করে, তারা এখন তৃণমূল স্তরের মানুষের হেনস্থা ও তাদের অধিকার কেড়ে নেওয়ার প্রতীক হয়ে উঠেছে। তৃণমূল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছে। শোষণের আরেক নাম হয়ে উঠেছে।'
বুধবার রাজ্য বাজেট পেশের পর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, 'ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলাদেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কী হল? আপনার নামের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। ভোটের সময় আপনি উজালা করেছিলেন। এখন সেই উজালার কী ভবিষ্যৎ? আপনি তো কিছুই করেন না।"
প্রসঙ্গত, বাজেট পেশের ঠিক আগের দিন সংসদে দাঁড়িয়ে, তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন মোদি সরকারের অর্থমন্ত্রী। নির্মলা বলেছিলেন, 'গরিবের জন্য বরাদ্দ অর্থ তৃণমূল ক্যাডাররা লুঠ করেছে। মিড ডে মিলের ১০০ কোটি টাকা প্রতারণা হয়েছে। রেশন মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। ফলে আম জনতা সরকারি সুবিধা পাচ্ছে না। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কারখানা নেই। একসময় পশ্চিমবঙ্গ দেশের শিল্পের কেন্দ্র ছিল। ১৯৪৭-এ দেশের কারখানা উৎপাদনের ২৪ শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসত। ২০২১-এ তা ৩.৫ শতাংশে নেমে এসেছে। বাংলার মাথাপিছু আয়ে বৃদ্ধি গত ২০ বছর ধরে জাতীয় গড়ের থেকে কম। ২০২১-২২-এ দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ছিল ২১তম।
বিজেপির অবশ্য দাবি করছে, তৃণমূল সরকার দিশাহীন। কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ। যদিও মমতা বন্দোপাধ্যায় বলছেন, কর্মসংস্থান তৈরিই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বৈরথ তুঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে