কলকাতা : নিউটাউনে শুরু হল ষষ্ঠ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। ব্রিটেন, আমেরিকা, কেনিয়া, বাংলাদেশ সহ ৪২ দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। এই সম্মেলনে  হাজির  আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Gautam Adani) । সবার প্রত্যাশা ছিল আদানি গ্রুপের কর্ণধারের দিকে। 


বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি
বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি করলেন আদানি। কথা দিলেন, তাতে কর্মসংস্থান হবে অন্তত ২৫ হাজার। প্রশংসা করলেন বাংলার  বিভিন্ন প্রকল্পের ।  কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলার ভূয়সী সার্টিফিকেট দিলেন তিনি। 


গৌতম আদানি আর যা যা বললেন - 



  • ‘বাংলায় বহু পূণ্যাত্মা মানুষের জন্ম হয়েছে। ভারতের কোনও রাজ্যেই বাংলার মত এত মহিলা স্বাধীনতা সংগ্রামীকে আমরা পাই না’

  • ‘ এঁরা সকলেই ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন’। বাংলার মুখ্যমন্ত্রী এই ঐতিহ্যেরই উত্তরাধিকারী’

  • ‘এরাজ্যের কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে।  আদানি গ্রুপের তরফে ১০ হাজার কোটি টাকা এই রাজ্যে বিনিয়োগ করা হবে’

  • ‘এর ফলে অন্তত ২৫ হাজার কর্মসংস্থান হবে। '

  • 'পরিকাঠামো উন্নয়ন, ডেটা সেন্টার, আন্ডার সি-কেবলে বিনিয়োগ করা হবে’

  • বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে

    আর কে কী বললেন 

    সম্মেলনের মঞ্চে উঠে শিল্পপতি সজ্জন জিন্দাল জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরাজ্যে বিনিয়োগ করলে শ্রমিক সমস্যা হবে না। রাজ্যের শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা জানান, উত্পাদন ব্যাহত হলে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হন। রাজ্যের বাণিজ্যিক পরিবেশের প্রশংসা শোনা যায় শিল্পপতি নিরঞ্জন হিরা নান্দানির মুখেও।

    বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সকাল সোয়া ১১টা নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বেলা ১২টায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 


Bengal Global Business Summit : ‘রাজ্যে কর্মদিবস নষ্ট হয় না’, বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর