অমিতাভ রথ, বিশ্বজিত দাস, ব্রতদীপ ভট্টাচার্য, মেদিনীপুর : রাজ্যে ছয় কেন্দ্রে উপনির্বাচন চলছে। এর মধ্যে ৫ টি কেন্দ্রই ছিল শাসকশিবিরের। একটি মাত্র আসনেই ছিল গেরুয়া আধিপত্য। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। ভোটের আগেই মেদিনীপুরের একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি হানা, পাকড়াও করার অভিযোগ উঠল। অভিযোগ উঠল, রাতবিরেতে দরজায় ধাক্কা দিয়ে গ্রেফতারির হুমকি দেওয়ারও। সোশ্যাম মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানালেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, তাঁর দলের নেতাদের বাড়ি ঘিরে রাখা হচ্ছে। এ বিষয়ে খোঁজ নিয়েছে নির্বাচন কমিশন।
চাঁদড়ায় ভোটের আগের রাতে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার ভালকি গ্রামে বিজেপি নেতা নয়ন দে-র বাড়িতে পুলিশি হানা দেওয়ার অভিযোগ উঠল । লোকসভা ভোটের ফল ঘোষণার পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নয়ন। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে রাত ১২টা নাগাদ ৪০ জনের বাহিনী নিয়ে গুড়গুড়িপাল থানার পুলিশ তাঁর বাড়িতে এসে দরজায় ধাক্কা মারতে শুরু করে। বিজেপি নেতার ঘরের দরজা বন্ধ থাকায়, তাঁর ছেলেদের গ্রেফতারের হুমকি দেয়। গ্রামবাসীরা বাধা দেওয়ায় শেষপর্যন্ত পুলিশকে খালি হাতেই ফিরতে হয় বলে বিজেপি নেতার দাবি।
বুধবার সকাল থেকে বিজেপি নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর সম্প্রচারের পরেই এবিপি আনন্দ-র প্রতিনিধিকে ফোন করেন মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। বলেন, বিজেপি নেতার নামে ওয়ারেন্ট আছে।
অন্যদিকে, মেদিনীপুরেও পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা, কর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠল। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের অভিযোগ, ভোটের দিন সকালে ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর শহর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতিকে। এছাড়াও মেদিনীপুর বিধানসভা এলাকা থেকে একাধিক বিজেপি নেতা, কর্মীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে উপনির্বাচনের আগে পুলিশের বিরুদ্ধে বেআইনি ধরপাকড়ের অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, গ্রামীণ এলাকায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
মেদিনীপুরে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভজিৎ রায়। এই মেদিনীপুর কেন্দ্রেরই সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। ২০১৬ সালে প্রথমবার খড়গপুরের বিধায়ক হন দিলীপ ঘোষ। তারপর ২০১৯ সালের লোকসভা ভোটে তাঁকে মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়। সেইবার দলকে জয় এনে দিলেও ২০২৪ সালে তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পাঠানো হয়। মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করা হয় অগ্নিমিত্রা পালকে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরে যান দিলীপ ঘোষ। অন্যদিকে বিজেপির হাতছাড়া হয় মেদিনীপুর আসনটিও। এরপর থেকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করার জল্পনা ছিল। তবে শেষমেষ শুভজিৎ রায়কে প্রার্থী করে বিজেপি ।
আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।