সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : লোকসভা নির্বাচনে ( Loksabha Election ) আশানুরূপ ফল হয়নি বিজেপির ( BJP ) । আর হারের পরই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে ফল নিয়ে। প্রার্থী নির্বাচন ও জেলা প্রার্থীদের কেন্দ্র বদল নিয়ে উষ্মা ধরা পড়েছে হেভিওয়েট নেতাদের গলাতেও। বঙ্গ বিজেপির ( Bengal BJP ) অন্দরমহলে চাপা টানাপোড়েনের জল্পনাও কম হয়নি। আর এবার সামনে উপনির্বাচন। তার আগেও বঙ্গ বিজেপিতে চাঞ্চল্য। 


বাগদা বিধানসভায় উপনির্বাচনের আগে প্রার্থী নিয়ে আগেই চাপানউতোর ছিল বিজেপিতে। জল্পনা ছিল, বিজেপির প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রার্থী হতে পারেন। এই নাম উঠে আসতেই কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিজেপির এক কর্মীকে বলতে শোনা যায়, আমরা বাগদায় বাইরের প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদি হোক।


না। সোমা ঠাকুর প্রার্থ হননি। বাগদায় বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। আর তাঁর নাম ঘোষণা হতেই দলের অন্দরে ফের ক্ষোভের বাতাবরণ। দলীয় পদে ইস্তফা দিলেন বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। যদিও কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে তিনি ইস্তফা দেননি।


পদত্যাগী বিজেপি নেতার দাবি, দলের জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বকে লেখা ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বহিরাগত, সেই কারণেই প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে। গতকাল প্রার্থী পদে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করার পরেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দলে কটাক্ষ করেছে তৃণমূল।


আগামী ১০ জুলাই বাগদা উপনির্বাচন ।  সোমবার বিজেপির প্রার্থী হিসেবে বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির কর্মী সমর্থকদের একাংশ প্রতিবাদে বিক্ষোভ দেখায় । 'বহিরাগত প্রার্থী চাইনা' বলে ওঠে স্লোগান। 


অন্যদিকে সোমবারই  রায়গঞ্জ কেন্দ্রে উপ নির্বাচনে বিজেপি-র প্রার্থীর নাম ঘোষণা হওয়ার এক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তর দিনাজপুর জেলা বিজেপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান বাসুদেব সরকার। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে সেই ইস্তফা পত্র পাঠিয়েছেন বলেও জানান বাসুদেব। তাঁর এই ইস্তফা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও তাঁর দাবি পারিবারিক ও ব্যক্তিগত  কারনে তাঁর ইস্তফা । 


প্রার্থী নিয়ে এখন থেকেই এত অসন্তোষ। এভাবে কি উপনির্বাচনে পদ্ম ফুটবে ? যে চারটি কেন্দ্রে উপনির্বাচন  হচ্ছে, তার মধ্যে ৩ টি কেন্দ্রেই আগের বিধানসভা ভোটে পদ্ম ফুটেছিল। কিন্তু এবার ? উত্তর দেবে সময়। 


আরও পড়ুন :                          


কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্কটের, মকরের বিরাট অর্থযোগ, এই সপ্তাহে সাফল্যে ভরে উঠবে এই ৫ রাশির ঝুলি