শান্তিপুর : ভোট গণনা শুরুর আগেই বিতর্ক শুরু হয় রানাঘাটের গণনাকেন্দ্রে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নিরাপত্তারক্ষী রয়েছে। তা সত্ত্বেও তিনি গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহুয়া। 


মহুয়া মৈত্র দাবি করেন, তাঁর কোনও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নেই।  তাছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ করার জন্য নির্বাচন কমিশনই তাঁকে পরিচয়পত্র দিয়েছে।   বিজেপি যে অভিযোগ তুলছে তা ভিত্তিহীন বলে তৃণমূল সাংসদের দাবি।  


আরও পড়ুন : 


দেশে মোট ২৯ বিধানসভা ও ৩ লোকসভা আসনের উপনির্বাচনে কার জিত, কার হার, শুরু ভোট গণনা


নদিয়ার শান্তিপুর কেন্দ্রের জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । তিনি ১৫ হাজার ৮৭৮ ভোটে জেতেন। তবে নিশীথ প্রামাণিকের মতো জগন্নাথ সরকারও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থেকে যান। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হয়।  এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।  বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস।  কংগ্রেসের প্রার্থী রাজু পাল।  সিপিএমের হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন মাহাতো।  


অন্যদিকে গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান। সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।


ভোটগণনার শুরুতেই  পোস্টাল ব্যালটে দিনহাটাতেও এগিয়ে থাকে ঘাসফুল শিবিরই। ভোটের শুরু থেকেই প্রশ্ন ছিল, কী হবে, দিনহাটা ও শান্তিপুরের ফল? দুই কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি, সেদিকেই নজর সকলের।


আজ দেশের ৩টি লোকসভা ও ২৯ বিধানসভার ভোটগণনা হচ্ছে।  ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলিতে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে।  ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে দাদরা ও নগর হাভেলি, মধ্যপ্রদেসের খাণ্ডোয়া ও হিমাচল প্রদেশের মান্ডি।  যে ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে তার মধ্যে রাজ্যেরও চারটি কেন্দ্র রয়েছে।