কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : 'দুর্নীতি' রুখতে অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন (Central Online System)। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তিতে ছাড়পত্র দিল মন্ত্রিসভা। স্নাতকস্তরে কলেজে (Admission in Graduation Level) ভর্তিতে রাজ্যে একটাই পোর্টাল। যে কোনও কলেজ (College), বিশ্ববিদ্যালয়ে (University) অনলাইনে করা যাবে আবেদন। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। 


প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের শেষেই কেন্দ্রীয়ভাবে ওয়েব বেসড অনলাইন ভর্তির পোর্টাল (Portal) তৈরি করা শুরু করে রাজ্য (West Bengal)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পোর্টাল মারফত স্নাতকে ভর্তি করানোকে লক্ষ্য করা হয়। দেখভালের জন্য ১০ সদস্যের কমিটি গড়ে সরকার (Govt)। যদিও এর আগে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হঠেছিল রাজ্য সরকার। গত বছরই শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছিলেন, ‘আপাতত এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়’। পরিকাঠামোগত প্রস্তুতির অভাবে কেন্দ্রীয় অনলাইন নয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান হয়।' এবারে শেষমেশ কেন্দ্রীয় অনলাইনে ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। 


গত শিক্ষাবর্ষে ভর্তির আগে রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী মাঝে জানিয়েছিলেন, চলতি বছরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে, সেই অনুযায়ী একটি পোর্টাল তৈরির কাজও চলছিল। কিন্তু সেই পোর্টাল পুরোপুরি তৈরি হয়ে কর্মক্ষম হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই একাধিক উপাচার্য আশঙ্কা করছেন বলেই জানান ব্রাত্য বসু। যার পরই সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরে অনলাইনে নয়, আগের মতো অফলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া।                                  স্নাতক স্তরে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলতি বছরের জন্য স্তব্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন শিক্ষাবিদরা। যে ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে আরও ভাল করে প্রস্তুত হয়েই কাজে নেমেছিল রাজ্য সরকার ও শিক্ষা দফতর। সেই কাজ এগোনোর পাশাপাশি মন্ত্রিসভার সবুজ সংকেতে এবার থেকে স্নাতকস্তরে কেন্দ্রীয় অনলাইনে ভর্তির বিষয়ে কার্যত সিলমোহর পড়ে গেল। বিভিন্ন কলেজে ভর্তি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ গত কয়েকবছরে একাধিকবার উঠেছিল, সেই রাস্তা বন্ধ করে ভর্তিতে স্বচ্ছতা তৈরির জন্যই যে পথ বেছে নিয়েছে রাজ্য সরকার। 


 


আরও পড়ুন- শুধু জীবনকৃষ্ণ নন, CBI-ED-র নজরে আরও '৮-১০ বিধায়ক' ?


Education Loan Information:

Calculate Education Loan EMI