সুনীত হালদার, হাওড়া : নগদে (Cash) দেওয়া হয়েছে টোল ট্যাক্স (Toll Tax)। অভিযোগ তারপরেও টোল-বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে ফাস্ট্যাগে (Fast Tag)। গাড়ি চালকদের এই অভিযোগ ঘিরেই শনিবার সাতসকালে উত্তপ্ত হয়ে উঠল দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) চত্বর। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখালেন গাড়ি চালকরা (Drivers)। বচসা বাঁধল টোলপ্লাজার কর্মীদের সঙ্গে। 


ফাস্ট্যাগ বসেছে দ্বিতীয় হুগলি সেতুতে


৪ মে থেকে নগদের পাশাপাশি ফাস্ট্যাগের মাধ্যমেও টোল ট্যাক্স কাটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে। কিন্তু গাড়ি চালকদের একাংশের অভিযোগ, একবার নগদে টাকা দিলেও তাঁদের ফোনে ফের ফাস্ট্যাগে টোল ট্যাক্স কাটার মেসেজ ঢুকেছে। এই পরিস্থিতিতে গাড়ি চালকরা টাকা ফেরত চাইলে, বাড়তে থাকে উত্তেজনা।


বিক্ষোভ বাড়ায় আসে পুলিশ


ঘটনাস্থলে এলে শিবপুর থানার পুলিশকে ঘিরেও দফায় দফায় শুরু হয় বিক্ষোভ। গাড়ি চালকদের ক্ষোভের মুখে পড়ে শেষপর্যন্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে টোলপ্লাজা কর্তৃপক্ষ। তাদের সাফাই, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। পরে কেটে নেওয়া বাড়তি টাকা ফেরতও দিয়ে দেয় কর্তৃপক্ষ। 


কী জানাচ্ছে টোলপ্লাজা কর্তৃপক্ষ


দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার ম্যানেজার সঞ্জয় সিংহ বলেছেন, 'আমরা জানতাম না ফাস্ট্যাগ চালু হয়েছে। টাকা নেওয়া হচ্ছিল। ২৪ ঘণ্টার মধ্যে পাবে। ডেটাবেসের যান্ত্রিক ত্রুটি।' এদিকে, টোল প্লাজার এক কর্মীও সমস্যার কথা স্বীকার করে নেন। তাদের বক্তব্য, নগদে টাকা নেওয়ার পাশাপাশি ফাস্ট্যাগেও কাটা হয়েছে যাদের তাদের প্রত্যেককে টাকা ফেরত দেওয়া হচ্ছে।




যদিও টোল নিয়ে বিক্ষোভের জেরে এদিন সাত সকালে ব্যাপক যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। চালকদের আশঙ্কা এই পরিস্থিতিতে তাদের আবার পড়তে হবে না তো?


আরও পড়ুন- ফ্ল্যাট রেজিস্ট্রির পর কর মূল্যায়নে দেরি করলে টাকা গুণতে হবে প্রোমোটারকে, বার্তা কলকাতা পুরসভার