কলকাতা: আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসককে (RG Kar hospital Doctor Death) ধর্ষণের পর খুনের ঘটনা নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করে আসল দোষী শাস্তি পাক কিনা তা জনগণের কাছে জানতে চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।


বুধবার সন্ধ্যায় বেহালার একটি অনুষ্ঠানে গিয়েএপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে আসল অপরাধীকে জেরা করে আমাদের পুলিশই গ্রেফতার করেছে। তারপরও বাম ও বিজেপি জোট বেঁধে আমাদের নামে কুৎসা করছে। আজ বিভিন্ন নামে আন্দোলন করে আমরা যে আসল অপরাধীকে দ্রুত ধরতে সক্ষম হয়েছি তা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারা কি চান না আসল দোষী শাস্তি পাক ? আসল কালপ্রিট ধরা পড়ুক ? মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান। এই ঘটনা নিয়ে রাজনীতি করবে না। আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। সোশ্যাল মিডিয়াতে একাংশ মিথ্যা প্রচার চালিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে। আমি বলছি ওই প্রচারের ৯৯ শতাংশ মিথ্যা। যখন ঘটনাটি ঘটেছিল তখন আমি ঝাড়গ্রামে ছিলাম। সারারাত ঘুমোইনি। রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে ফোনে কথা বলছিলাম। বলুন আমরা কোন অ্যাকশনটা আমরা নিইনি। দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান। আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। তাতে আমার কোনও আপত্তি নেই। তবে এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে। বিজেপির কাছে জানতে চাইব উত্তরপ্রদেশ, রাজস্থান,মণিপুরের ঘটনার পর কী ব্যবস্থা নিয়েছেন? হাথরাস-উন্নাওয়ে কী করেছিল বিজেপি? বানতলার ঘটনা ভুলে গেছে সিপিএম? আয়নায় একবার নিজেদের মুখ দেখুন। নন্দীগ্রামে গুলি চালিয়ে খুন কার আমলে হয়েছিল?তাপসী মালিককে কারা খুন করেছিল?"


বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "যা সত্য তা সত্য। আজ লোকে রেলে চড়তে ভয় পায়। জগাই-মাধাই-গদাই মানে বিজেপি, কংগ্রেস ও সিপিএম বিভিন্ন নির্বাচনের সময় একজোট হয়ে লড়াই করে। এখন আবার এই ঘটনা নিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে। সিপিএম তুমি বিজেপির হাতে তামাক খাচ্ছো তোমার লজ্জা করে না? কীসের মিছিল? কিসের আন্দোলন? আমরা কিছু বলছি না বলে তোমরা যা করার করছ।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: RG Kar Hospital Doctor Death Protest: BJP-র মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার আরজি করে, বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তি গেরুয়া শিবিরের