কলকাতা: আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক মৃত্যুর (RG Kar Hospital Doctor Death) প্রতিবাদ জানাতে বুধবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল বঙ্গ বিজেপির (BJP) মহিলা মোর্চার তরফে। আর সেই মিছিলকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল হাসপাতালের সামনে। একদিকে গেরুয়া শিবিরে নেতা-কর্মী ও অন্যদিকে হাসপাতালের মধ্যে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদের মধ্যে প্রবল ধস্তাধস্তি লেগে যায়। মাঝখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ দু-পক্ষকে থামানোর চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। কোনও রাজনৈতিক দলকেই হাসপাতালের ভেতরে ঢুকতে দিতে নারাজ বিক্ষোভকারী চিকিৎসদের অনঢ মনোভাব জয়ী শেষ পর্যন্ত। হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা শেষ পর্যন্ত ছেড়ে দেন বিজেপি কর্মীরা।


পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার বিকেলে মিছিল করে গিয়েছিলেন বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা। হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করে। যার জেরেই তৈরি হয় উত্তেজনা। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, আরজি কর হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল গিয়ে পৌঁছতে উত্তেজনা তৈরি হয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা যখন একটি ট্যাবলোর ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তখনই কিছু বিজেপি কর্মী আরজি কর হাসপাতালের ভেতরে ঢোকার চেষ্টা করেন। যা মেনে নিতে চাননি বিক্ষোভাকারী চিকিৎসকরা। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা দেখা যায় ও বিক্ষোকারীদের সঙ্গে বিজেপি কর্মীদের হাসপাতালের ভিতরে ঢোকার বিষয়কে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে পরিবেশ। বিক্ষোভকারী চিকিৎসকদের পাশাপাশি পুলিশের সঙ্গেও বচসা হয় বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি কর্মীদের। ট্য়াবলো ওপর উঠে দাঁড়িয়ে সেই সময় বক্তব্য রাখছিলেন রাহুল সিনহা। তিনি বিক্ষোভাকারী চিকিৎসদের সঙ্গে নিজেদের দলীয় নেতা-কর্মীদের বারবার গণ্ডগোল করতে বারণ করলেও তাতে কোন ফল হয়নি। বেশ কিছুক্ষণ চিকিৎসদের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পর রণে ক্ষান্ত দিয়ে হাসপাতালের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ায় বিজেপি নেতা-কর্মীরা।


আরজি কর হাসপাতালের সামনে বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারী চিকিৎসকদের ধস্তাধস্তির সময় তমলুক লোকসভার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলতে দেখা যায় চিকিৎসকদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে। 


আরজি কর হাসপাতালে ঘটা ঘটনার তীব্র নিন্দা করে এপ্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এখনই এই রাজ্যে ৩৫৬ ধারা জারি করে এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়া হোক।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: RG Kar Doctor Death Protest: বন্ধ আউটডোর, চুঁচুড়ায় লিফটের সামনে রোগী দেখছেন চিকিৎসকরা