সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া: আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে (RG Kar Doctor Death Protest) ধর্ষণের পর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। সমস্ত স্তরের মানুষ নানাভাবে প্রতিবাদ সংগঠিত করার পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার সারা রাজ্যজুড়ে বুধবার দিনকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয় তাঁদের তরফে। 


আরও পড়ুন: Kolkata Metro Railway : আজ রাজ্যজুড়ে মহিলাদের 'রাত-দখল', যাতায়াত সহজ করতে ছুটবে বাড়তি মেট্রো


যার ফলে বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত হাসপাতালের আউটডোর। ফলে প্রচণ্ড সমস্যায় পড়েছেন হাসপাতালে চিকিৎসকদের দেখাতে আসা রোগীরা। তাঁদের স্বার্থের কথা মাথায় রেখে চুঁচড়া ইমামবাড়া হাসপাতালের লিফটের সামনে কয়েকজন সিনিয়র চিকিৎসক বসে রোগী দেখছেন। ফলে বেশ কিছুটা সময় বেশি লাগলেও পরিষেবা পাচ্ছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা। আবার আউটডোর বন্ধ থাকায় অনেক রোগীকে চিকিৎসকদের না দেখিয়েই বাড়ি ফিরে যেতে দেখা যাচ্ছে।


আরও পড়ুন: Birbhum News: চলছে কর্মবিরতি, সিউড়িতে হাতজোড় করে রোগীদের চলে যেতে অনুরোধ চিকিৎসকদের !    


আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর খুনের মামলা মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চিকিৎসকদের কাজে ফিরতেও বলেছে। যদিও আরজি কর হাসপাতালে গত কয়েকদিন ধরেই কর্মবিরতি চলছে। আর তার আঁচ পড়েছে জেলাগুলির হাসপাতালেও। গতকাল চুঁচুড়া ইমামবাড়ায় অবস্থিত হুগলি সদর হাসপাতালে এক ঘণ্টা পেন ডাউন করেন চিকিৎসকরা। তখনই ঘোষণ করা হয় যে আজ অর্থাৎ বুধবার হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকবে।


প্রসঙ্গত উল্লেখ্য, চিকিৎসক মৃত্যুর সঠিক বিচার চেয়ে বুধবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে মধ্যরাতে মহিলাদের রাস্তা দখলের ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে মাথায় রেখে হুগলির পিপুলপাতিতে সন্ধা সাড়ে ছটায় "চিৎকার জমায়েতের" ডাক দেওয়া হয়েছে অরাজনৈতিক ভাবে। তারপর সাতটা থেকে গান, কবিতা ও মিছিলে হবে প্রতিবাদ। এর পাশাপাশি শ্রীরামপুর, উত্তরপাড়া ও আরামবাগের একাধিক জায়গায় রাস্তা দখল কর্মসূচি হবে বলে জানা গেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:RG Kar Doctor's Death:RG কর কাণ্ডে আজ আউটডোর বন্ধের ডাক, ব্যতিক্রমী ছবি মুর্শিদাবাদ মেডিক্যালে !