কলকাতা: স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে দেশের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে এলেন তিনি। বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে মমতার। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তার আগে মাদ্রিদের রাস্তায় হাঁটতে দেখা গেল মমতাকে। (Mamata in Madrid)
মাদ্রিদ থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছে মমতাকে। গায়ে জড়ানো ক্রিম রংয়ের শাল। পায়ে পরিচিত হাওয়াই চটি। একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূল জানিয়েছে, মাদ্রিদে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোন মমতা। মর্নিং ওয়াকে তাঁকে সঙ্গ দিতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও। সেখানেই থামেননি, শাড়ি-হাওয়াই চটে পরে জগিংও করেন মমতা। তাঁর সামনে বাকিদের পিছিয়েই পড়তে দেখা যায়। ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা। লেখেন, 'তরতাজা সকাল। সকাল সকাল জগিং করলে গোটা দিনের জন্য এনার্জি পাওয়া যায়। প্রত্যেকে সুস্থ থাকুন, ফিট থাকুন'।
আরও পড়ুন: C V Anand Bose: 'নিঃশর্ত ক্ষমা চাইতে হবে,' আচার্যের বিরুদ্ধে আইনি নোটিস ১২ প্রাক্তন উপাচার্যের
শুধু তাই নয়, মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীদে দেখে দাঁড়িয়েও পড়েন মমতা। ওই শিল্পীর হাতে হারমোনিয়ামের মতো দেখতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র ছিল। সেটি বাজিয়েও দেখেন মমতা। দক্ষ হাতেই 'আমরা করব জয়' বাজান মমতা। মমতার সহযোগীরা তো বটেই, ওই শিল্পীও তাতে আপ্লুত হয়ে পড়েন।
স্পেন সফরে আজ মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মমতা। কলকাতা থেকে সাড়ে ৩ ঘণ্টা পিছিয়ে স্পেনের রাজধানী শহর। দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক রয়েছে তাঁর। এর পর সন্ধেয় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মমতা। সেখানে থাকবেন সৌরভও। লন্ডন থেকে ইতিমধ্যেই মাদ্রিদে পৌঁছে গিয়েছেন সৌরভ।
লগ্নি আনতেই ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা। সেই নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "পাঁচ বছর অন্তর অন্তর বেড়াতে যান উনি। পাঁচ বছর আগে লন্ডনে গিয়ে পিয়ানো বাজিয়েছিলেন। সেই সুর সুনে কতজন শিল্পপতি বাংলায়ে এসেছিলেন? আসবেও না। যে রাজ্যে অর্থনৈতিক হাব তৈরি হওয়ার কথা, সেখানে মোমের এমন মূর্তি বানানো হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিও নিজেকেও চিনতে পারবেন না। এমন রাজ্যে শিল্প আসবে না, উনি শিল্প আনতে জানেন না।"
এ ব্যাপারে একই সুর ধরা পড়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর গলাতেও। দীর্ঘ ১২ বছরে একটিও শিল্প আনতে পারেননি রাজ্যে, এ বারও কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। লগ্নি আনার নামে মমতা অন্য কাজে গিয়েছেন বলেও কটাক্ষ করেন তিনি। যদিও কটাক্ষ কানে তুলতে নারাজ তৃণমূল।