উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও রুমা পাল, কলকাতা : বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) ফিরতে হয়েছে খালি হাতে। পুরভোটেও (WB Municipal Election) ঝুলি শূন্য। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই অবস্থায় এবার, সদস্য সংগ্রহ অভিযানেও চূড়ান্ত ব্যর্থ হল প্রদেশ কংগ্রেস (Congress)। ১০ লক্ষের টার্গেট নিয়ে, রাজ্যে তার অর্ধেকও পূরণ করতে পারল না ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে এদিন ভোটের টিকিট দেওয়া নিয়ে তেলঙ্গানায় দলীয় বৈঠকে কড়া বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। সূত্রের খবর, সদস্য সংগ্রহের জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে বাড়তি সময় দিয়েছে AICC। কেন এই অবস্থা, তা নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে।
সদস্য সংগ্রহ কর্মসূচি কংগ্রেসের
২৪’এর লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election) পাখির চোখ করে, দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামে কংগ্রেস। বাংলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছিল হাইকমান্ড। কিন্তু সেই লক্ষ্যমাত্রা থেকে বহুদূরে হোঁচট খেয়ে পড়ল বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। টার্গেটের ধারে কাছেও পৌঁছতে পারল না তারা। ১০ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে নামলেও অর্ধেকও পৌঁছতে পারল না তারা। ৪ লক্ষের মতো সদস্য সংগ্রহ হয়েছে বলে জানাচ্ছে কংগ্রেস নেতৃত্ব।
রাজ্যের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা সৈয়দ নাসির হোসেন জানিয়েছেন, 'লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ মত হয়েছে সদস্য সংগ্রহ।'
কটাক্ষ তৃণমূল-বিজেপির
সদস্য সংগ্রহে প্রদেশ কংগ্রেস ‘ব্যর্থ’ হওয়ার পরই তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল-বিজেপি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'কংগ্রেস অপ্রাসঙ্গিক, কংগ্রেসের কর্মী সংখ্যা নগন্য। আসলে প্রকৃত কংগ্রেসীরা তৃণমূলে চলে আসছেন।' খোঁচা দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'কংগ্রেস, ওদের কোনও ভবিষ্যত আছে নাকি? কে কংগ্রেস করবে? রাহুল বলছেন ভাল কথা, কিন্তু নিজে কিছু করুন।'
আরও পড়ুন- ‘পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? কুকুর পুষলেই তো হয়’, পুলিশকে নিশানা সেলিমের