কলকাতা : ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Virus)। এই চোখ রাঙানি কি বয়ে আনতে পারে কোভিডের মারণ ভাইরাসের চতুর্থ ঢেউ (Covid Fourt Wave)? নাকি শ্রেফ অল্প কিছুটা বৃদ্ধি এই সংক্রমণে?


রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) করোনা বুলেটিন (WB Corona Bulletin) অনুযায়ী, গত একদিনে পশ্চিমবঙ্গে (West Bengal) নতুন করে করোনায় ৩১জন সংক্রমিত। ১জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল শেষ মারণ ভাইরাস কেড়ে নিয়েছিল কোনও রাজ্যবাসীকে। তারপর থেকে মৃত্যু সংখ্যা ছিল শূন্য। ক্রমশ কমছিল সংক্রমণ। কিন্তু তা ফের কিছুটা বাড়ায় চিন্তা বিভিন্ন মহলে। আর ১৯ দিন পর পর ফের পশ্চিমবঙ্গে করোনার জেরে মৃত্যু হল।


দেশে ফের বাড়ছে করোনার প্রভাব


প্রসঙ্গত, দেশজুড়ে ক্রমশ ফের বাড়ছে করোনার সংক্রমণ। দিল্লিতেও (Delhi) একদিনে সংক্রমিত ১ হাজার ৯৪জন। করোনা আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। দেশেও (India Corona) ফের কিছুটা বেড়ে একদিনে ২ হাজার ৫২৭জন আক্রান্ত হয়েছেন করোনায়। যদিও কিছুটা কমে দেশে একদিনে করোনায় ৩৩জনের মৃত্যু হয়েছে। তবে এদিনই মাদ্রাজ আইআইটিতে একসঙ্গে ৫৫জন করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।


আতঙ্কিত নয়, সতর্ক হওয়ার পরামর্শ


রাজ্যে ফের করোনার জেরে মৃত্যু হলেও অযথা আতঙ্কিত নয়, বরং সতর্ক হতে বলছেন চিকিৎসকরা। মাস্ক পরা (Mask), দূরত্ববিধি (Physical Distance) বজায় রেখে চলার মতো একান্ত পালনীয় কোভিড বিধি মেনে চলার পক্ষেই মত তাঁদের।


চিকিৎসক অজয় সরকার জানিয়েছেন, করোনার আগের সেই ভয়ঙ্কর রূপ এখন নেই। সংক্রমণের হার প্রবলভাবে বেড়ে গেলেও করোনা এখন আগের মতো প্রাণঘাতী নয়। তবে সংক্রমণের এই হার কমানোর একমাত্র রাস্তা মাস্ক পরা। দূরত্ববিধি বজায় রাখা। তবে এই বৃদ্ধি চতুর্থ ওয়েভের আগমনী নাকি ছোট কোনও স্পাইক, সেটা বুঝতে আরও কিছুটা সময় দেখে নেওয়া প্রয়োজন।


করোনা ভাইরাসের জেরে প্রায় ২ বছর ধরে ছেদ পড়েছিল স্বাভাবিক জনজীবনে। চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশজুড়ে তুলে নেওয়া হয়েছে মহামারী নিয়মের বিধিনিষেধ। ক্রমশ ছন্দে ফিরছে জীবন। তবে রাজ্যে ও দেশজুড়ে যেভাবে অল্প অল্প করে ফের সংক্রমণ বাড়ছে তা নিয়ে অবশ্য কিছুটা চিন্তা থাকছে। যদিও আতঙ্কিত নয়, মাস্ক ব্যবহারে সতর্ক থাকারই বার্তা দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষে।


আরও পড়ুন- ' শিশুদের ভ্যাকসিন দেওয়া বাড়ান, সব বন্ধ করে দেওয়ার মানে নেই ! ' আশার কথা শোনালেন চিকিৎসক অপূর্ব ঘোষ