নয়াদিল্লি: ভারতীয় যোগব্যায়ামের কদর বিশ্বজুড়েই। বিশ্বের নানা কোণায় যোগব্যায়ামের অভ্যাস ছড়িয়ে দেওয়ার কাজে উদ্যোগী ভারত সরকার। বিশ্বমঞ্চে যোগব্যায়ামকে পৌঁছে দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে। এমনই একটি কারণে যোগব্যায়াম নিয়ে একটি বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কাতারে। 


মিলল পুরস্কার:
কাতারের ভারতীয় দূতাবাসের সহায়তায় Indian Sports Centre-এর তরফে কাতারে একটি যোগব্যায়াম ক্যাম্প আয়োজন করা হয়েছিল। সেখানে ১১৪টি দেশের বাসিন্দাদের এনে একসঙ্গে যোগাভ্যাস করা হয়েছিল। আর এই অনুষ্ঠানের জন্যই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল ওই অনুষ্ঠানের। একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক দেশের নাগরিকদের এক মঞ্চে এনে যোগব্যায়াম শিবিরের আয়োজন করানোর জন্য এই শিরোপা মিলেছে।  


কবে হয়েছিল অনুষ্ঠান:
২০২২ সালের ২৫ মার্চ কাতারের দোহায় আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠানটি। এই শিরোপা কাতারের সামাজিক বৈচিত্র্যর প্রতি উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি এই বছরেই কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup 2022) সেটির প্রতিও উৎসর্গ করা হয়েছে এই সাফল্য। ৪০ মিনিট ধরে হয়েছিল এই শিবির। যোগদানকারীরা একাধিক যোগাভ্যাসের প্রদর্শন করেছিল শিবিরে। বিষয়টি নিয়ে টুইট করা হয়েছিল ভারতীয় এমব্যাসির তরফে।






তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুষ্ঠানের প্রশংসা করে টুইট করেন।


 






পরে এই অনুষ্ঠানটি গিনেসের শিরোপা পায়। সেই খবর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তরফে টুইট করে জানানো হয়েছে। 


 






আফগানিস্তান, আর্জেন্টিনা, বেলজিয়াম, কানাডা, চিন, ডেনমার্ক, ইজিপ্ট, ফ্রান্স, সুইজারল্যান্ডের সঙ্গে আরও একাধিক ছোট-বড় দেশ থেকে যোগব্যায়াম উৎসাহীরা এসেছিলেন। 


আরও পড়ুন: কাটল না ২৪ ঘণ্টাও, এসএসকেএম থেকে ছাড়া পেতেই অনুব্রতকে সিবিআই তলব