Reliance Jio Update: দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর ডিরেক্টর পদ থেক ইস্তফা দিলেন মুকেশ অম্বানি।  নতুন চেয়ারম্যান হলেন অকাশ অম্বানি। সংস্থা জানিয়েছে, চেয়ারম্যান পদে কোম্পানি একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।  আকাশ অম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলে। আকাশ অম্বানি ২০১৪ সালে রিলায়েন্স জিওর বোর্ডে যোগ দেন। রিলায়েন্স জিওর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ অম্বানি।


Reliance Jio New Chairman: আগেই হয়েছিল সিদ্ধান্ত


খবর আজ এলেও আগেই হয়ে গিয়েছিল সিদ্ধান্ত। ২৭ জুন রিলায়েন্স জিওর বোর্ডের  সভাতে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। সেদিন কোম্পানির পরিচালক বা ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান মুকেশ অম্বানি। সেই সভাতেই অনুমোদন করা হয়েছিল তাঁর পদত্যাগপত্র।  মিটিংয়েই আকাশ অম্বানিকে কোম্পানির চেয়ারম্যান করার পক্ষে সিলমোহর দেয় বোর্ড। গতকাল থেকেই আকাশ অম্বানি রিলায়েন্স জিওর নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।


Mukesh Ambani Resigns: আর কারা কী দায়িত্বে ?


রিলায়েন্স জিও তার বোর্ড মিটিংয়ে পঙ্কজ মোহন পাওয়ারকে ম্যানেজমেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তবে এর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। এছাড়াও কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর হিসাবে রামিন্দর সিং গুজরাল ও কেভি চৌধুরীকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Reliance Jio Update: দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি


রিলায়েন্স জিও বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি, যা 2021-22 এর চতুর্থ ত্রৈমাসিকে 4,171 কোটি টাকার নেট লাভ ঘোষণা করেছে। পাশাপাশি কোম্পানির রাজস্ব 17,358 কোটি টাকা থেকে 20,901 কোটি টাকা  20.4 শতাংশ বেড়েছে। যা শেয়ার বাজারে কোম্পানির ওপর আস্থা বাড়িয়েছে বিনিয়োগকারীদের। এদিন নিফটি সূচক বলছে, রিলায়েন্সের শেয়ারের দাম ছিল ২৫২৭.৭০ টাকা। দিনের শেষে ১.৪১ শতাংস বেড়েছে কোম্পানির শেয়ার। তবে এই দাম কেবল নিফটির সূচকে দেখা গিয়েছে। 


আরও পড়ুন : New Labour Law: কোম্পানি ছাড়ার ২দিনের মধ্যে দিতে হবে বকেয়া, এবার আসছে নতুন নিয়ম !