কলকাতা: করোনা আবহে সংক্রমণ প্রতিরোধে রাজ্যে জারি হয়েছে বিধিনিষেধ। এই বিধিনিষেধে ফের কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হল।  ‘কাল থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম।  কাল থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ উপস্থিতিতে জিম খোলায় অনুমতি।  আউটডোরে ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি রাজ্য সরকারের।কাল থেকে রাত ৯টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রায় অনুমতি। হলের মধ্যে অনুষ্ঠানে ৫০ শতাংশ দর্শক কিংবা ২০০জন পর্যন্ত দর্শকে ছাড়।করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। 


রাজ্যের মুখ্যসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধারণ ক্ষমতায় ৫০ শকাংশ নিয়ে রাত নটা পর্যন্ত খোলা যাবে জিম। কিন্তু সেক্ষেত্রে কর্মী ও ব্যবহারকারীদের সম্পূর্ণ টিকাকরণ হতে হবে বা আরটিপিসিআর নেগেটিভ থাকতে হবে।


এর পাশাপাশি যাত্রার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। শীতকালে গ্রাম বাংলায় যাত্রার আসর বসে। এ ব্যাপারে ছাড় দিয়ে জানানো হয়েছে, নিয়ন্ত্রিতভাবে রাত নয়টা পর্যন্ত যাত্রার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে আউটডোর স্থানে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ বা ইনডোরের ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন বা ধারণ ক্ষমতার ৫০ শতাংশ- (দুটির মধ্যে যেটি কম হবে) নিয়ে রাত নটা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে।


সেইসঙ্গে শারীরিক দূরত্ববিধি ও কোভিড সংক্রান্ত যথোপযুক্ত বিধি মেনে সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের আউটডোর শ্যুটিংয়ের ছাড় দেওয়ার কথা বলা হয়েছ।


গত ১৫ জানুয়ারি জানানো হয় যে, করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা। ৫০ থেকে বাড়িয়ে ২০০ করা হয়েছিল বিয়ে বাড়িতে আমন্ত্রিতের সংখ্যা। এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছিল নবান্ন। রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও  মেলার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা রাখল না রাজ্য সরকার। খোলা আকাশের নিচে বিধিনিষেধ মেনে মেলার আয়োজন করা যেতেই পারে।নির্দেশিকায় জানায় নবান্ন। বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আগের মতোই থাকলেও  বিয়েতে ৫০ জনের বদলে একসঙ্গে সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের লোক ধারণ ক্ষমতার ৫০ শতাংশ বা যেটা কম হবে তার উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছিল।