সত্যজিৎ বৈদ্য, কলকাতা : টানা ৪ দিন ধরে তিরিশের ঘরে রয়েছে করোনায় মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় মঙ্গলবার রাজ্যে বেড়েছে সংক্রমণও।  এই সঙ্কটকালে তার প্রভাব পড়েছে ব্যাঙ্কেও। আক্রান্ত হচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা।


এদিনই বন্ধ হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকে ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখা। ঝাঁপ পড়েছে স্বরূপনগরের ইন্ডিয়ান গ্রামীণ ব্যাঙ্কের শাখাতেও। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, শেষ ১০ দিনের হিসেবে সংক্রমণ বেড়ে চলায় প্রতিদিন রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাঙ্কের ১৫-২০টি করে শাখা বন্ধ করে দিতে হয়েছে। 

আরও পড়ুন :


মাস্ক পরে বন্ধু বা পরিবারের সঙ্গে ছবি তুলুন, দিন KMC-র ফেসবুক ইভেন্ট পেজে!


এখনও পর্যন্ত ব্যাঙ্ক কর্মীদের ৫০ শতাংশই সংক্রমিত।  ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডালহৌসি শাখার এক কর্মী  জানালেন, '' সংখ্যাটা আরও বাড়ছে, অনেকে অসুস্থ অবস্থায় কাজ করছেন, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে গ্রাহকদের মধ্যে, আতঙ্কিত ব্যাঙ্ককর্মীদের একাংশ'' 


অতিমারী কালে নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ কর্মী নিয়ে ব্যাঙ্কে পরিষেবা চালু রাখার কথা। তবে তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েও সমস্যার কোনও সুরাহা হয়নি বলে দাবি অফিসারদের সংগঠনের। 


টানা ৪দিন রাজ্যে করোনার দৈনিক মৃত্যু তিরিশেরই উপরে। ১০ হাজারের উপরে সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা।  কলকাতার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা। একদিনে ১০ জনের মৃত্যু। হাওড়া-হুগলিতেও বাড়ছে মৃত্যু। ২০ শতাংশের নীচে পজিটিভিটি রেট। অন্যদিকে করোনা আবহে ফের রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ' পরিকল্পনা করে দ্রুত বাড়ানো হোক পরীক্ষা। যেখানে পজিটিভিটি রেট বেশি, সেখানে বাড়ানো হোক টেস্ট।'  রাজ্যগুলিকে চিঠিতে উল্লেখ করলেন স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব।