কলকাতা: রাজ্যের গত ২৪ ঘন্টায় কমল কোভিড সংক্রমণ। আজ্ঞে হ্যাঁ এমনটাই তথ্য দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন। জানা গিয়ে ৪৮ ঘণ্টায় যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৯ জন, সেখানে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল ৬ জন ! যদিও এদিন রাজ্যের সরকারি বৈঠকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে।
গত ২৪ ঘন্টায়, ২৯ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কোভিড কমে পজিটিভ ৬ জন । তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ১০ জন। জানা গিয়েছে, গোটা রাজ্যে মোট কোভিড টেস্ট করেছেন ৫ হাজার ৬০০ জন। কোভিড ভ্যাকসিন নিয়েছেন, ৩২৫৯ জন। তবে আগের থেকে কোভিড পজিটিভিটির হার আগের থেকে কমেছে। এই মুহূর্তে হার ০.১৯ শতাংশ থেকে ০.১১ শতাংশ।
আরও পড়ুন, চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক
অপরদিকে, করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব (Chief Secretary)। সূত্রের দাবি, রাজ্যজুড়ে করোনার (Corona) জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। এর পাশাপাশি হাসপাতাল গুলিকে সরঞ্জাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে বলা হয়েছে।কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৪০ দিন সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।সরঞ্জাম সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে রিপোর্ট দিতে হবে। রাজ্যজুড়ে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। বৈঠকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। সব ধরনের কিট যেন মজুত থাকে, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর রাখতে বলা হয়েছে।