Bharat Electronics Limited (BEL)Jobs: ভারত ইলেকট্রনিক্সে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। জেনে নিন কত তারিখের মধ্যে করতে হবে আবেদন।


Jobs in Bharat Electronics: মোট ৭৫জন ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে সংস্থা। চুক্তির ভিত্তিতে এর Software SBU-তে নিয়োগ করা হবে।


TRAINEE ENGINEER – 75
Jobs in Bharat Electronics: শিক্ষাগত যোগ্যতা
ট্রেনি ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য জেনারেল, EWS ও OBC প্রার্থীদের BE/B.Tech-এ ন্যূনতম 55% নম্বর থাকতে হবে। SC/ST/PwBD প্রার্থীদের জন্য কেবল পাস ক্লাস হলেই আবেদন করা যাবে। যারা ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যালে BE/BTech পাশ করেছেন তাদের অ্যাকাডেমিক পাঠ্যক্রমের মধ্যে (C/C++ / Java/Python) প্রোগ্রামিং বিষয় থাকা বাধ্যতামূলক।


Bharat Electronics Limited (BEL)Jobs: বয়স সীমা 
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-দের জন্য 05 বছর ও OBC বিভাগের জন্য 03 বছরের ছাড় রয়েছে।


BEL Jobs: প্রার্থী বাছাই 
নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণকারী প্রার্থীদের জন্য 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে মেধার ক্রম অনুসারে ইন্টারভিউয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে।


ওয়াক-ইন ইন্টারভিউ 13/02/2022 @8:15 am -এ নেওয়া হবে। স্থান - বিইএল হাই স্কুল, বিইএল হাসপাতালের বিপরীতে, বিইএল কারখানার কাছে, জালাহাল্লি পোস্ট, বেঙ্গালুরু - 560013


Jobs in Bharat Electronics: পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://www.bel-india.in  এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।


Education Loan Information:

Calculate Education Loan EMI