কলকাতা: রাজ্যে কমেছে করোনার (Corona) প্রকোপ। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) নতুন করে করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এই নিয়ে রাজ্যে (West Bengal) করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৫,৫৪৫ জন। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত (Department of Health & Family Welfare, West Bengal) বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১,৭৭,৬ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি।
আরও পড়ুন: Dengue News: বাড়ি বাড়ি গিয়ে জমা জল ও জ্বরের পরীক্ষা, ডেঙ্গি মোকাবিলায় আর কী পদক্ষেপ পুরসভার?
গতকালও রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল শূন্য। যা কার্যত স্বস্তির। উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫৮ জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হল ১৯,৯২,৫৯১ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৮৯.৮৬ শতাংশ।
দেশের কোভিড-গ্রাফে স্বস্তি। ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৫৪। দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৪২ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২২৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৩৮৮ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ১৬০ জন।