কলকাতা: রাজ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের (West Bengal) করোনা (WB Corona) পরিস্থিতি। রবিবার রাজ্য়ে স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২১৫ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৫,০১৮ জন। আজ রাজ্যে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৯৪৪ জন।


এই সময়পর্বে রাজ্যে করোনা (Covid-19) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। সবমিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা হল ২১,১৭৫ জন। পাশাপাশি সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২২০ জন। সবমিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১৯,৯১,৮৯৯ জন। সরকারি বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আজ আক্রান্ত হয়েছেন ৪৩ জন।


 






দেশে করোনায় কমল দৈনিক সংক্রমণ। কমল একদিনে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৫৫। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৪৯৯। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ৭২৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ১৬ হাজার ১১৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৯ লক্ষ ৪৩ হাজার ১৬২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৩৮ লক্ষ ৭ হাজার ৮৫৯।