কলকাতা: সামান্য কমলেও রাজ্যে (West Bengal) ৩ হাজারের কাছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৮৩৯ জন। দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৫৯৩ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৫৭৭ জন। 


 





দেশের পরিসংখ্যান: দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ৩০ হাজার ৭১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৭৬০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৬৭ হাজার ৪০৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৮০৫।